আপনজন ডেস্ক: দেড় মাসও টিকল না জিম্বাবুয়ের বিশ্ব রেকর্ড। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করেছিল জিম্বাবুয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো বটেই স্বীকৃত টি-টোয়েন্টিতেই সেটি ছিল সর্বোচ্চ দলীয় ইনিংস। স্বীকৃত টি-টোয়েন্টির রেকর্ডটা আজ ভেঙে দিয়েছে বরোদা। ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে ৫ উইকেটে ৩৪৯ রান করে বরোদা।
ইন্দোরে দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড গড়া বরোদার ব্যাটসম্যানরা ভেঙেছেন জিম্বাবুয়ের ছক্কার রেকর্ডও। ৩৭টি ছক্কা মেরেছেন দলটির ব্যাটসম্যানরা। গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ করার পথে জিম্বাবুইয়ানরা মেরেছিলেন ২৭টি ছক্কা।
শাশোয়াত রাওয়াত (১৬ বলে ৪৩) ও অভিমন্যুসিং রাজপুত (১৭ বলে ৫৩) উদ্বোধনী জুটিতে ৫ ওভারেই দলকে এনে দেন ৯২ রান। এই ভিত্তির ওপর দাঁড়িয়ে এরপর তাণ্ডব চালিয়েছেন ভানু পানিয়া, শিবালিক শর্মা ও বিষ্ণু সোলাঙ্কিরা। পানিয়া ৫১ বলে ১৫ ছক্কায় ১৩৪ রান করে অপরাজিত ছিলেন। শিবালিক ৬ ছক্কায় ১৭ বলে ৫৫ ও সোলাঙ্কি ৬ ছক্কায় ১৬ বলে করেন ৫০ রান।
রান তাড়ায় ২০ ওভারে ৭ উইকেটে ৮৬ রান তুলে ২৬৩ রানে হেরেছে সিকিম। রানের হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি চতুর্থ সর্বোচ্চ ব্যবধানে জিতল বরোদা।
দিনের আরেক ম্যাচে মেঘালয়ের বিপক্ষে ২৮ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে ভারতীয়দের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন পাঞ্জাবের অভিষেক শর্মা। গত সপ্তাহেই সৈয়দ মুশতাক আলী ট্রফিতেই ত্রিপুরার বিপক্ষে গুজরাটের হয়ে ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন উর্বিল প্যাটেল। স্বীকৃতি টি-টোয়েন্টিতে এর চেয়ে কম বলে সেঞ্চুরি আছে শুধু সাহিল চৌহানের। এ বছরই সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন এস্তোনিয়ার চৌহান।
রাজকোটে আজ মেঘালয় করে ৭ উইকেটে ১৪২ রান। ভারতের জাতীয় দলের ব্যাটসম্যান অভিষেকের ২৯ বলে করা ১০৬ রানে ভর করে লক্ষ্যটা ৯.৩ ওভারেই ৭ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় পাঞ্জাব। ১১টি ছক্কা মেরেছেন অভিষেক, মেরেছেন ৮টি চারও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct