আপনজন ডেস্ক: দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বুধবার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে দেশটির রাষ্ট্রদূত চোই বায়ুং-হিউককে নতুন প্রতিরক্ষামন্ত্রী মনোনীত করেছেন ইওল।
প্রেসিডেন্টের কার্যালয় নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সাবেক সেনা জেনারেল চোই-এর মনোনয়ন নিশ্চিত করেছে বলে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে।
ইয়োনহাপ আরো জানায়, প্রতিরক্ষামন্ত্রী হিউন নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, তিনি তার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে জমা দিয়েছেন।
গত মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল মার্শাল ল ঘোষণা দেওয়ার পর তার সিনিয়র প্রেসিডেনশিয়াল স্টাফরাও সম্মিলিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বুধবার সকালে প্রেসিডেন্টের কার্যালয় প্রধান ও সিনিয়র সচিবদের গণপদত্যাগের ঘোষণা সাংবাদিকদের জানায়। প্রধান স্টাফ চুং জিন-সুকের নেতৃত্বে সিনিয়র কর্মকর্তারা এক বৈঠকে সর্বসম্মতভাবে এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার মধ্যরাতে দেশটিতে সামরিক আইন জারি করেন ইউন সুক-ইওল। যদিও পরে পার্লামেন্ট সদস্যদের বিরোধিতা ও দেশটির বাসিন্দাদের বিক্ষোভের মুখে সেটি প্রত্যাহারের কথা জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct