দেবাশীষ পাল , মালদা, আপনজন: মালদায় একগুচ্ছ দাবি নিয়ে বাম ছাত্র-যুব ও মহিলা সংগঠনের জোরদার আন্দোলন। এসপি অফিস ঘেরাও অভিযান।অভিযানে বাধা পেয়ে, মালদা শহরের গৌড়রোড মোড় এলাকায় পথ অবরোধ। অবরোধে নেতৃত্ব দিয়ে এসপি-র বিরুদ্ধে সোচ্চার বামনেত্রী মীনাক্ষি মুখার্জি। বুধবার কর্মসূচি সফল করতে মালদা শহরের রথবাড়ি থেকে সিপিআইএম-এর ছাত্র সংগঠন এসএফআই, যুব সংগঠন ডিওয়াইএফআই এবং মহিলা সংগঠন এ.আই ডিডব্লউএ-এর তরফে বিশাল মিছিল। মিছিলের নেতৃত্বে সারা, ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সভানেত্রী কণীনিকা ঘোষ সহ অন্যান্যরা। ডিওয়াইএফ.আই-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষি মুখার্জির নেতৃত্বে সিপিআইএমের ছাত্র-যুব এবং মহিলা সংগঠনের জোরদার আন্দোলন। একাধিক দাবীতে এস.পি অফিস ঘেরাও অভিযান। ডি ওয়াই এফ আই ও এস এফ আই এর মালদার পুলিশ সুপারের দপ্তর ঘেরাওকে কেন্দ্র করে উত্তেজনা। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আবাস যোজনা দুর্নীতি ও আর জি করের ঘটনা সহ একাধিক দাবিতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ইংরেজ বাজারে এলাকার গৌড় এসে রোড। পুলিশ সুপারের দপ্তর ঘেরাও। মিছিল মালদা শহরের রথবাড়ি মোড় থেকে শুরু করে দপ্তরে এসে বিক্ষোভ প্রদর্শন করে বাম যুব কর্মী সমর্থকরা। আন্দোলনকারীরা দুটি ব্যারিকেট ভেঙে ভেতরে প্রবেশ করলেও এস পি অফিস ঢোকার প্রায় ৫০০ মিটার আগেই তৈরি বাঁশের ব্যারিকেড দিয়ে তৈরি করা দুর্গ ভাঙতে পারেননি তারা। সেখানেই তাদের আটকে দেওয়া হয়। তার প্রতিবাদে কিছুক্ষণ গৌড় রোড এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশের হস্তক্ষেপে পাঁচ জনের প্রতিনিধি দল পুলিশ সুপার অফিসে গিয়ে ডেপুটেশন দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct