সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: সাতসকালেই রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ল বাঁকুড়ার জঙ্গলমহল এলাকার রানিবাঁধ ব্লকের রাজাকাটা গ্রাম পঞ্চায়েতের ভুড়কুড়া গ্রামের বাসিন্দারা। খাতড়া রানীবাঁধ রাজ্য সড়কের উপর ভুড়কুড়া মোড় এলাকায় প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে পথ অবরোধ চলার পর পুলিশ ও ব্লক প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। তবে তাদের দাবি না মানা হলে আগামী দিনে আরো পথ অবরোধে নামবেন বলে জানিয়েছেন।জানা যায় রানীবাঁধ ব্লকের রাজাকাটা গ্রাম পঞ্চায়েত এলাকার খাতড়া রানিবাঁধ এস এইচ রোড থেকে বামশিনি গ্রাম পর্যন্ত পথশ্রী প্রকল্পে এক কিলোমিটার রাস্তা তৈরীর কাজ চলছে। সেই রাস্তা তৈরির কাজ জোরপূর্বক আটকে দিয়েছে ঐ গ্রামেরই বেশ কয়েকজন বাসিন্দা,তাদের নিজেদের জায়গার উপর রাস্তা তৈরি হচ্ছে এই দাবি করে। তাই দীর্ঘ ছয় মাস ধরে বন্ধ রয়েছে ওই রাস্তার কাজ। অথচ আজকের এই পথ অবরোধে অংশ নেওয়া গ্রামবাসীরা জানাচ্ছেন দীর্ঘ কয়েক দশক ধরে ওই রাস্তা দিয়ে যাতায়াত করছেন ভুড়কুড়া গ্রামের বাসিন্দারা। বেশ কয়েকবার পঞ্চায়েত উদ্যোগে রাস্তা মেরামতও হয়েছে। তাই অবিলম্বে ওই রাস্তা পথশ্রী প্রকল্পে যে ঢালাই রাস্তা করা হচ্ছে তার শেষ করতে দেওয়া হোক সেই দাবি রেখে আজ এই পথ অবরোধে অংশ নেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় রানীবাঁধ ব্লকের জয়েন্ট বিডিও সহ রানিবান থানার পুলিশ আধিকারিকরা এবং তাদেরই আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct