জাকির সেখ , বহরমপুর, আপনজন: পশ্চিমবঙ্গ রাজ্য রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরীর নির্দেশে রাবেতা বোর্ড (মাদ্রাসা সমন্বয় সমিতি) ভুক্ত মাদ্রাসার প্রতিনিধিদের নিয়ে জেলায় জেলায় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো।
বুধবার মুর্শিদাবাদের সমস্ত মাদ্রাসার প্রতিনিধিদের নিয়ে বহরমপুর ক্বাসিমুল উলুম মাদ্রাসায় সেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা জমিয়তে উলামা ও রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা বদরুল আলম। তিনি মাদ্রাসার পঠনপাঠন, আগামী ২ ফেব্রুয়ারি থেকে রাবেতার বার্ষিক পরীক্ষা, দেশের স্বাধীনতা আন্দোলনে মাদ্রাসার অবদান-সহ একাধিক বিষয়ের উপর বক্তব্য রাখেন। তিনি বলেন ইংরেজরা ভারত থেকে আলেম উলামা ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে মুছে দিতে চেয়েছিলো কিন্তু তারা তা পারেনি। বর্তমানে কেন্দ্র সরকার মুসলমানদের ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নিয়ে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান ও খানকাহ গুলোকে ধ্বংস করতে চাইছে। আমাদেরকে এর প্রতিবাদ করতে হবে। ২৮ শে নভেম্বর কলকাতায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে জমিয়ত প্রতিবাদ সভা করেছে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তেও এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে ইনশাআল্লাহ। বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির দিকে লক্ষ রেখে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের কাছে শিক্ষকদের বেতন ১৫ হাজার থেকে ২৫ হাজারের মধ্যে করার আবেদন করেন তিনি।
এদিনের সভায় উপস্থিত ছিলেন ক্বারী রহমতুল্লাহ, হাফেজ ইউসুফ খন্দকার, হাফেজ নাসিবুর রহমান, হাফেজ সফিউল্লাহ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct