হাসিবুর রহমান , সোনারপুর, আপনজন: বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং ২ নম্বর ব্লকের নারায়নপুর অঞ্চলের গ্রাম সভা অনুষ্ঠিত হয় এই গ্রাম সভায় উপস্থিত ছিলেন কয়েক হাজার নারী ও পুরুষ তাদের উপস্থিতিতে প্রধান সালাউদ্দিন সরদার বলেন কেন্দ্রীয় সরকার বাংলার গরীব মানুষদের আবাস যোজনার ঘর সহ একাধিক প্রকল্প বঞ্চনা করে চলেছে
এদিনের গ্রাম সভায় উপস্থিত ছিলেন সরকারি আধিকারিকসহ নারায়নপুর পঞ্চায়েত মেম্বার ও পঞ্চায়েত সমিতির সদস্যরা
উপস্থিত ছিলেন নারী ও শিশু পাচার রোধে সিনি নামে একটি স্বেচ্ছা সেবি সংগঠন এই সংগঠনের উদ্যোগে নারী দের বাল্যবিবাহ শিশু পাচার রোধে তারা সচেতন করলেন প্রকাশ্য সভায়
নারায়ণ পুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সরদার প্রকাশ্য বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন দীর্ঘদিন ধরে নারায়ন পুর অঞ্চলে হিরোইন মদসহ একাধিক নেশা নেশাগ্রস্ত হয়ে পঙ্গু হযে পড়ছে এই এলাকার মানুষ। সেই সঙ্গে নেশার ব্যবসায়ী সংখ্যাও বেড়েই চলেছে। প্রশাসনের হেল দোল দেখাই যাচ্ছে না ক্ষৈব উগ্রে দিলেন প্রধান সালাউদ্দিন সরদার। তিনি বলেন এই নেশার দ্রব্য কোথা থেকে আসছে এবং কিভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে সেদিকে নজর রাখতে এলাকার বিশেষ বিশেষ জায়গায় নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা করছেন বলে তিনি জানান।
তিনি আরো বলেন, আবাস যোজনার প্রকল্পের আওতায় যারা আছেন তাদের ঘরের ব্যবস্থা রাজ্য সরকার করছেন প্রতিটা মানুষ যাতে আবাস যোজনার ঘর পায় সেদিকে নজর রাখবো সেই সঙ্গে আরও বলেন আবাস যোজনার ঘরের নাম করে কাউকে কোন টাকা দেবেন না টাকা চাইলে আমাদের জানাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct