সজিবুল ইসলাম , ডোমকল, আপনজন: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছিলেন কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা আটকিয়ে বাংলার সাধারণ মানুষকে বঞ্চিত করে রেখেছে। তাই রাজ্য সরকার তার নিজস্ব অর্থ দিয়ে বাংলার অসহায় দুস্থ পরিবারের মাথার উপর পাকা ছাদ করে দিবেন, আর সেই খবর শুনে আশায় বুক বেঁধে বসে ছিল গোটা বাংলার অসহায় পরিবার। সেই মতো আশায় বুক বেঁধে ছিল মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমা জুড়ে একাধিক অসহায় দুস্থ পরিবার। এমনি এক অসহায় পরিবার রয়েছে যা দেখলে চোখে জর এসে যাওয়অর পরিস্থি িহয়ে উঠকে পারে। ডোমকল ব্লকের রায়পুর অঞ্চলের ২১৭ নং বুথের বিজলা খাতুন ও সাইফুদ্দিন আহমেদ এদের একটা বাড়িতে দুইটা পরিবার বসবাস করেন যা দেখে প্রতিবেশী থেকে স্থানীয় মেম্বার সকলেই চিন্তিত,সকলের আশা ছিল এবার হয়তো এই পরিবারটি একটা ঘর পাবেন সেই আশায় বুক বেঁধে ছিল। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ব্লক আধিকারিক গণ বাড়িতে একাধিক বার আসলেন সার্ভে করতে। সার্ভে করলেন কিন্তু ফাইনাল লিস্টে আর নাম উঠল না। আর সেই খবর শুনেই কান্নায় ভেংগে পড়েছেন অসহায় পরিবার সহ এলাকার তৃণমূলের মেম্বার। ঘটনায় স্থানীয় বিডিও অফিসে লিখিত অভিযোগ পত্র জমাদিয়েছেন। ঘটনায় অসহায় পরিবারটি যেন বাংলা আবাস যোজনার ঘর পায় সেই আবেদন করেন রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি রেন্টু মন্ডল। তিনি আরো দাবি করেন ওই পরিবারের জন্য আমরাও চিন্তিত। অসহায় পরিবারের পুরুষেরা দিন আনে দিন খায়, সেখানে কিভাবে ঘর বানাবে। আমরা বিডিও সাহেবকে বিষয়টা জানিয়েছি যাতে করে পুনরায় সার্ভে করে যোগ্য প্রাপকদের যেন ঘর দেওয়া হয়।
একই ভাবে জলঙ্গী ব্লকের ফরিদপুর, ঘোষপাড়া , চোয়াপাড়া সহ একাধিক অঞ্চলে যোগ্য ব্যক্তিদের আবাস তালিকায় নাম নেই বলে অভিযোগ। সেই বিষয়ে জলঙ্গী পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম বলেন, অনেক জাগায় যোগ্য ব্যক্তিদের নাম কাটা পড়ে গেছে সেই জন্য ইতি মধ্যে আবেদন পত্র জমা নেওয়া হচ্ছে সেই আবেদনের ভিত্তিতে আবার সার্ভে শুরু করা হয়েছে আশাকরি সকল যোগ্য পরিবার রাজ্য সরকারের আবাস যোজনার ঘর পাবেন।
ডোমকল ব্লকের বিডিও স্বীকার করে নিয়েছেন, কিছু অনিয়ম হয়েছে, যার কারণে অনেক যোগ্য পরিবার ঘরের তালিকা থেকে বাদ পড়েছে। আবার অনেকের একতলা ও দুতলা বাড়ি থাকার পরেও আবাস তালিকায় নাম রয়ে গেছে। এ িনয়ে বিডিওর বক্তব্য, আমরা অভিযোগ বক্স করেছি, সেই মতো আমার আবার সার্ভে করছি। আশাকরি যোগ্য পরিবার ঘর পাবেন।
এখন দেখার আদতে আবাস যোজনার ঘর ওই দুঃষ্থ পরিবার পায় কিনা।।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct