সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: এবার থেকে বাঁকুড়া পৌরসভার অন্তর্গত সাধারণ মানুষদের সমস্যার সমাধান হবে এক মেসেজে। আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হল হোয়াটসঅ্যাপ নম্বর, খুশি বাঁকুড়া শহরবাসী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সাধারণ মানুষদের দ্রুত পরিষেবা প্রদান করার জন্য দলীয় নেতৃত্বদের কড়া নির্দেশ দিয়েছেন। এবার বাঁকুড়া পৌরসভার অন্তর্গত সাধারণ মানুষদের বিভিন্ন বিষয়ে পৌর প্রধানকে অভিযোগ জানানো আরো সহজ হয়ে গেল। এবার থেকে এক মেসেজেই সাধারণ মানুষদের সমস্ত সমস্যার সমাধান হবে। যার নাম দেওয়া হয়েছে “ সরাসরি পৌর প্রধান “। বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার এদিন আনুষ্ঠানিকভাবে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার (৮২৫০৭১৩৯৫৬) চালু করেন। বাঁকুড়া পৌরশহর এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসে এবং অনেক অভিযোগ পৌর প্রধানের কাছে পৌঁছায় না। ফলে বহু সমস্যা সমাধান করতে অনেকটাই দেরি হয় পৌরসভা কর্তৃপক্ষকে। এখন থেকে আর সেই সমস্যা হবে না বলেই মনে করছেন সকলে। এর ফলে সব থেকে বেশি উপকৃত হবেন বৃদ্ধ বৃদ্ধা ও বিশেষভাবে চাহিদা সম্পন্ন ব্যক্তিরা। এ বিষয়ে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার বলেন , অনেক মানুষ রয়েছেন যারা বার্ধক্য জনিত কারণে পৌরসভায় আসতে পারেন না তারা যেমন নিজেদের অভাব অভিযোগ জানাতে পারবেন তেমনি সাধারণ মানুষরাও নিজেদের যেকোনো ধরনের অভাব অভিযোগ জানাতে পারবেন। এরফলে সাধারণ মানুষদের দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদী।
পৌর প্রধানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাঁকুড়া শহরবাসী। তারা জানান , পৌরসভার চেয়ারম্যান যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। এর ফলে শহরবাসী হিসেবে আমরা প্রত্যেকে যেকোনো ধরনের অভাব অভিযোগ এবং সমস্যার কথা পৌর প্রধানকে জানাতে পারব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct