নিজস্ব প্রতিবেদক, স্বরূপনগর, আপনজন: শীতের মরশুমে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলেও অনুশীলনের ঘাটতি দেখা যায় সর্বত্রই ৷ জেলা, রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সাফল্য পেতে গ্রাম বাংলার ছেলেমেয়েদের বেশি বেশি ক্রীড়া অনুশীলনের আহ্বান জানালেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠন ‘অ্যাথলেটিক কোচেস্ অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’-এর কনভেনার ইসমাইল সরদার ৷ চারঘাটে অনুষ্ঠিত এক ক্রীড়া কর্মসূচি থেকে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবকদের ওই আহ্বান জানান ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইসমাইল সরদার নব প্রজন্মের প্রতি মোবাইলকে সরিয়ে মাঠ মুখি হয়ে সুস্বাস্থ্য গঠনের পরামর্শ দেন ৷ বর্তমান সময়ের অভিভাবকদেরকে অনুরোধ করেন তারা যেন তাদের ছেলেমেয়েদেরকে ক্রীড়া মুখী করে তোলে ৷ ক্রীড়া ক্ষেত্রেও যে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে সে বিষয়েও ব্যাখ্যা করেন ইসমাইল ৷ পাশাপাশি শীতের মরশুমে বেশি বেশি ক্রীড়া অনুশীলনের আহ্বান জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct