আপনজন ডেস্ক: লা লিগায় শেষ তিন ম্যাচে এক ড্র ও দুই হার। মৌসুমের শুরুতে উড়তে থাকা বার্সেলোনা যেন নিজেদের হারিয়ে খুঁজছিল। তবে জয়ে ফিরতে মরিয়া থাকা হান্সি ফ্লিকের দল অবশেষে ঘুরে দাঁড়িয়েছে। রিয়াল মায়োর্কার বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে।
এ জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আপাতত সুসংহত থাকল দলটির।
মায়োর্কার মাঠে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটি ৫-১ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করেন রাফিনিয়া এবং একটি করে গোল করেন ফেরান তোরেস, ডি ইয়ং এবং পাও ভিক্তর। জয়ে ফেরার লক্ষ্যে মায়োর্কার মাঠে শুরুর দিকে ফেরান তোরেস সফরকারীদের এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই শেষ দিকে সমতা ফেরান মারিকি।
১২ তম মিনিটে দানি ওলমোর পায়ে লেগে যাওয়া বল বক্সের ভেতর ক্লিয়ারের চেষ্টায় সতীর্থের পায়ে মারেন মায়োর্কার এক ডিফেন্ডার। আলগা বলে শট নেন ফেরান, গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়ায় বল। ৪৩তম মিনিটে সমতা ফেরে মায়োর্কা। ফসাইডের ফাঁদ এড়িয়ে বল ধরে বক্সে ঢুকে অন্য পাশে পাস দেন পাবলো মাফিও, ফাঁকা জালে বল পাঠান মারিকি। সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। ৫৬ মিনিটে আবারও এগিয়ে যায় বার্সা। ইয়ামালকে বক্সে মায়োর্কার এক ডিফেন্ডার ফেলে দিলে পেনাল্টি দেয় রেফারি। সফল স্পট-কিকে দলকে এগিয়ে নেন রাফিনিয়া। ৭৪তম মিনিটে ইয়ামালের চমৎকার পাস থেকে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান তারকা। বদলি নামার সাত মিনিট পরই ৭৯ মিনিটে জালের দেখা পান ডি ইয়ংও। বক্সে মায়োর্কার এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর ছুটে গিয়ে জালে পাঠান ডাচ মিডফিল্ডার। ৮৪তম মিনিটে দলের পরের গোলেও অবদান রাখেন তিনি। তার কাট-ব্যাক পেয়ে কাছ থেকে ঠিকানা খুঁজে নেন ৭৩তম মিনিটে ফেরানের বদলি নামা ভিক্তর। ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। ১৬ ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৭। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct