আপনজন ডেস্ক: বিশ্বজুড়ে সংঘাত ও জলবায়ু পরিবর্তনের কারণে মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে।জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (আগামী বছরের জন্য ৪৭ বিলিয়ন ডলারের সাহায্যের আবেদন করেছে।তবে বর্তমান তহবিল ঘাটতি এবং দাতাদের আগ্রহ কমে যাওয়ায় এই চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে উঠছে।
জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার, বুধবার(০৪ডিসেম্বর) জেনেভায় বার্ষিক তহবিল আহ্বান অনুষ্ঠানে জানান, বর্তমান বিশ্ব “আগুনে জ্বলছে” এবং এটি নেভানোর জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।তিনি বলেন, গাজা, সুদান এবং ইউক্রেনের মতো সংঘাতপূর্ণ এলাকাগুলিতে সহিংসতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্ভোগের মাত্রা বেড়ে চলেছে। OCHA আশা করছে, আগামী বছর ৩২টি দেশের ১৯ কোটি মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হবে।
OCHA চলতি বছরের জন্য ৫০ বিলিয়ন ডলারের আবেদন করেছিল, কিন্তু তার মাত্র ৪৩ শতাংশ তহবিল সংগৃহীত হয়েছে।ফলে সিরিয়ার মতো দেশে খাদ্য সহায়তা ৮০ শতাংশ হ্রাস পেয়েছে,মিয়ানমারে সুরক্ষা সেবা কমে গেছে এবং ইয়েমেনের মতো জায়গায় কলেরা প্রতিরোধে পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় কাটছাঁট করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct