আপনজন ডেস্ক: নামিবিয়ার ক্ষমতাসীন এসডব্লিউএপিও দলের নেত্রী নেতুম্বো নান্দি নাদাইতওয়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচিত হলেন। নির্বাচনে নান্দির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন পান্দুলেনি ইতুলা, যিনি ইনডিপেনডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ (আইপিসি) দলের নেতা। ইতুলা প্রায় ২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। মঙ্গলবার নামিবিয়ার নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে। কমিশনের হিসাব অনুযায়ী, নান্দি প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৫৭ শতাংশ ভোট পেয়েছেন। নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়।
নির্বাচনে জয়ী হওয়ার পর নান্দি নাদাইতওয়া বলেন, নামিবিয়ার জনগণ শান্তি ও স্থিতিশীলতার জন্য ভোট দিয়েছেন। তবে আইপিসি তাদের পক্ষ থেকে নির্বাচনী প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ দাবি করে ফলাফল চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে। বর্তমানে নাদাইতওয়া নামিবিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ৭২ বছর বয়সী নান্দি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে এসডব্লিউএপিও দলের ক্ষমতায় থাকার মেয়াদ আরো বাড়ালেন। ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর থেকেই এই দলটি ক্ষমতায় রয়েছে।
ষাটের দশকে নান্দি যখন এসডব্লিউএপিওতে যোগ দেন, তখন দলটি স্বাধীনতার জন্য সংগ্রাম করছিল। নামিবিয়ায় গণতান্ত্রিক যুগ শুরু হওয়ার পর, নান্দি পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct