আপনজন ডেস্ক: বাংলাদেশে চলমান ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি। বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশে ইস্যুতে হিন্দুদের উপর হামলার কথিত অভিযোগ প্রসঙ্গে বলেন, বাংলাদেশে যা ঘটেছে এটা দুঃখের এবং বেদনার। হিন্দু ভাই হলেও অত্যাচারিত হলে এটা মেনে নেওয়া সম্ভব নয়। সকল শ্রেণীর নিরাপত্তা নিশ্চিত করা সেই দেশের সরকারের কর্তব্য। ইসলাম ধর্মের নামে কারোর ওপরে আঘাত আনা পাপ। কুরআন শরীফের একটি আয়াতের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, মুসলিমদের নির্দেশিকা দিয়েছেন, যারা অন্য ধর্মের মানুষ তাদেরকে গালিগালাজ করো না। এটা নিয়ে ইসলাম ধর্মে একটা কঠিন বার্তা দেওয়া হয়েছে, ভিন্ন ধর্মের বিরুদ্ধে কুকথা বলো না।
সিদ্দিকুল্লাহ বলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে ছাড়াও অসম ও ত্রিপুরার সঙ্গেও বালাদেশের সীমান্ত রয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে বাংলার সম্পর্ক বেশি।
বাংলার সম্প্রীতির পরিবেশের কথা তুলে ধরে সিদ্দিকুল্লাহ বলেন, আমরা পশ্চিমবঙ্গের মানুষ ধর্ম নিরপেক্ষ। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার কড়া মনোভাব দেখিয়েছে বাংলাদেশের বিষয়ে। ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ। সেটা মুসলমান দের ঘাড়ে চাপিয়ে দেবেন না। সেটা উচিত নয়। মিডিয়া বন্ধুকে বলব বিভ্রান্তি ছড়াবেন না। না হলে মানুষ তার প্রতিবাদ জানাবেন।
তিনি আরও বলেন, আমরা ভারতবাসী তথা পশ্চিমবঙ্গের মানুষ। আমরা শান্তি ভালোবাসি। যারা আলিম হবেন, হুজুর হবেন তারা এইসব কাজ করবে না। যারা বলেছেন তারা ভুল বলেছেন। ভারতবর্ষ শান্তি শৃঙ্খলার দেশ। আমরা দেশের জাতীয় পতাকাকে বুকের উপরে রেখে সম্মান জানাই। আমরা তো বাংলাদেশের পতাকার অসম্মান জানাইনি। দুই দেশের মধ্যে সুসম্পর্ক থাকা উচিত।
এ বিষয়ে মমতার কথা তুলে ধরে বলেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় ব্যাখ্যা দিয়েছেন, আমরা ভৌগলিক দিক থেকে একজায়গায় আছি। হিন্দু মুসলমানদের সম্পর্কে কেউ চিড় ধরাবেন না। এটা হতে পারে না।
সিদ্দিকুল্লাহ অভিযোগ করেন, বিজেপির কিছু নেতা খারাপ কথা বলছেন। যার যুক্তি নেই। তার ফলে পরিবেশ খারাপ হতে পারে। বিরোধী দলের নেতার সঙ্গে হইহুল্লোড় করেছেন। সেটা অন্যায় করেছেন। আমি বিজেপিদের বলব বাংলাকে সর্বনাশ করবেন না। আমরা এখানে সবাই একসাথে আছি। কিন্তু হিন্দুর মেরুকরণ করা হচ্ছে। এটা আবহাওয়া তৈরি করা হচ্ছে। ৫ দফার নিরাপত্তা আছে তার পরেও যদি অনুপ্রবেশকারী ঢোকে তার জবাব বিএসএফকে দিতে হবে। ভারতে কিছু হলেই আমরা ভারতবর্ষের জন্য লড়াই করব বলে সাফ জানিয়ে দেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সাংবাদিক সম্মেলনে সিদ্দিকুল্লাহর সঙ্গে ছিলেন মুফতি আবদুস সালাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct