সজিবুল ইসলাম , ডোমকল, আপনজন: গোটা দেশ জুড়ে চলছে সোস্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার অর্থাৎ এসডিপিআই এর দলীয় দায়িত্বশীল নির্বাচনের পাশাপাশি মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে চলছে কমিটি গঠন। মঙ্গলবার ডোমকলের রবীন্দ্র সদন মোড়ে রোহিনী লজে মুর্শিদাবাদের ডোমকল বিধানসভার এসডিপিআই এর কমিটি গঠন করা হয়। এদিনের কমিটি গঠনে উপস্থিত ছিলেন এসডিপিআই এর রাজ্য সাধারন সম্পাদক হাকিকুল ইসলাম,দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি মাসুদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান,মুর্শিদাবাদ জেলার ইলেকসেন ইনচার্জ আব্দুল করিম ,রাণীনগর ১ ব্লকের সভাপতি আব্দুল লতিফ সহ ডোমকল ব্লকের বিভিন্ন জায়গা থেকে আগত প্রায় একশত প্রতিনিধিগণ।আগামী তিন বছর এই কমিটি ব্লকের দায়িত্ব পালন করবেন বলে দলীয় সূত্রে খবর।১৫ জনের ব্লক কমিটি গঠিত হয়।ডোমকল বিধানসভার সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। সহ সভাপতি সাইফুদিন মন্ডল ও আব্দুল মনিম বিশ্বাস। সম্পাদক মাসাদুল হক,সহ সম্পাদক আনারুল হক ও আব্দুল মাতিন। কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন জিনারুল মণ্ডল।এসডিপিআই এর দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি মাসুদুল ইসলাম তার বক্তব্যে আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সরকারের দুর্নীতি, সাম্প্রদায়িক শক্তির ফ্যাসিবাদী কার্যকলাপ, মুর্শিদাবাদে নদী ভাঙ্গন প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকারের উদাসীনতা নিয়ে মন্তব্য করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct