অমরজিৎ সিংহ রায় , বালুরঘাট, আপনজন: প্রত্নতাত্ত্বিক স্থল ঘুরে দেখলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রায়গঞ্জ সার্কেল এবং ইতিহাস অনুসন্ধান পরিষদ।আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রায়গঞ্জ সার্কেলের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট হরি ওম শর্মার নেতৃত্বে চার সদস্যের দল এবং ইতিহাস অনুসন্ধান পরিষদের তিন সদস্য দলের যৌথ উদ্যোগে চলে এই পরিদর্শন। মূলত দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর এবং কুশমন্ডি ব্লক ও উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের প্রত্নতাত্ত্বিক এলাকাগুলো সরেজমিন ঘুরে দেখার পাশাপাশি এইসব এলাকাগুলোর আরকিওলজিকাল গুরুত্ব কতটা রয়েছে তা সরেজমিন তদন্ত করে দেখলেন প্রতিনিধিগণ। ঐতিহাসিক শ্রীমতি নদীর দুইপাশে ইতিহাসের যে সমস্ত নিদর্শনগুলো এখনো টিকে রয়েছে, মূলত সেইসব অবস্থানক্ষেত্রে এই অভিযান যৌথ উদ্যোগে চালানো হয়। এদিন জগদলা, সুরহর, মাহাতোর, ভেলাগাছি গ্রামের ঐতিহাসিক স্তুপগুলোর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অনুধাবন করেন প্রতিনিধি দলের সদস্যরা। ইতিহাস অনুসন্ধান পরিষদের পক্ষ থেকে সম্পাদক ড. নবকুমার দাস, সহ-সম্পাদক সূরজ দাশ এবং সক্রিয় কর্মী রামকৃষ্ণ মাহাতো এই যৌথ অভিযানে শামিল হয়েছিলেন। বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক হিমাংশু কুমার সরকার বলেন, হরিরামপুর, কুশমন্ডি এবং ইটাহার ব্লকের যে সমস্ত ইতিহাস আশ্রিত জায়গাগুলোর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব রয়েছে, সেগুলো দ্রুত রক্ষণাবেক্ষণ হওয়া দরকার এবং খননকার্য হওয়া প্রয়োজন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct