নাজমুস সাহাদাত , কালিয়াচক, আপনজন: মালদার সুজাপুর ব্রহ্মোত্তর তালেব মৌলভী পাড়ায় ব্রহ্মোত্তর ইসলামিয়া এতিম ও অনাথ সাহায্যালয়ের উদ্যোগে এক বিরাট ধর্মীয় জালসা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, প্রতিবছরের মত এবছরও ইসলামিয়া এতিম ও অনাথ সাহায্যালয়ের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা রাফিকুল ইসলাম জাফারি, হাফেজ ক্বারী মৌলানা সাবির আহমেদ, মুফতি আব্দুল আজিম কাশেমী। এছাড়াও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদা জেলা পরিষদ বিরোধী দলনেতা ও বিশিষ্ট সমাজসেবী আব্দুল হান্নান, অবসরপ্রাপ্ত শিক্ষক মোসাররাফ হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক সাইফুল আলাম, শিক্ষক সাজেদ আলী, ইসলামিয়া এতিম ও অনাথ সাহায্যালয়ের সম্পাদক আকতারুল হক, সভাপতি আহসানুজ জামান, কোষাধ্যক্ষ মুহাম্মদ আকমাল হোসেন, ইয়ার মুহাম্মদ প্রমুখ।
আকতারুল হক জানান, আমরা এই সংস্থার উদ্যোগে সমাজসেবামূলক কাজে দীর্ঘদিন অর্থাৎ প্রায় এগারো বছর ধরে নিয়োজিত। আমাদের এতিম সাহায্যালয়ের পক্ষ থেকে সুজাপুর সহ বিভিন্ন এলাকার এতিম, দুস্থ অসহায় মানুষদের সহযোগিতা করা। মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা, অর্থের অভাবে যারা চিকিৎসা করাতে পারছেনা এবং কি বিভিন্ন ধরনের অপারেশন করানোর জন্যেও রুগীদের পাশে দাঁড়ানো হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct