অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: গঙ্গারামপুর ব্লকে শুরু হয়েছে ‘শিল্পের সমাধানে’ এমএসএমই ক্যাম্প। যার মাধ্যমে একগুচ্ছ উদ্যোক্তা পরিষেবা প্রদান করা হবে বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, রাজ্যের প্রতিটি গ্রামীণ এবং ব্লক স্তরে শিল্পের প্রসার ঘটাতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দেওয়া থেকে শুরু করে ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী ব্যক্তিদের ঋণ সহ যাবতীয় সাহায্য করার জন্যই এই নয়া কর্মসূচি। সেই মতো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকে শুরু হয়েছে ‘শিল্পের সমাধানে’ নামক বিশেষ শিবির। স্বয়ং গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই ক্যাম্প। জানা গিয়েছে, ২ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই শিবির। সেখানেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড থেকে শুরু করে ক্ষুদ্র, মাঝারি এবং বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করা যাবে। এবিষয়ে গঙ্গারামপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্পিতা ঘোষাল জানান, ‘২ তারিখ থেকে ক্যাম্পের সূচনা হয়েছে। বিভিন্ন দপ্তরের তরফে ব্যবসার জন্য যে লোন দেয়া হয়, সেই সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct