সেখ রিয়াজুদ্দিন ও আজিম শেখ, বীরভূম, আপনজন: গত ছয় মাস আগে রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক যানজট মুক্ত ও ফুটপাত অভিযান চালানো হয় রাজ্য ব্যাপী। সে হিসেবে রামপুরহাট শহরের মধ্যেও চলে যানজট মুক্ত করতে ফুটপাত উচ্ছেদ অভিযান।যার পরিপ্রেক্ষিতে ফুটপাতে ব্যবসায়ীদের উচ্ছেদ হতে হয় ।সেই সাথে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল। কিন্তু উচ্ছেদ অভিযানের ৬ মাস অতিবাহিত হলেও আলোচনা মোতাবেক পুনর্বাসন মেলেনি। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়নি। সেই প্রেক্ষিতে রামপুরহাট ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চের পক্ষ থেকে মঙ্গলবার একটি বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয় রামপুরহাট বিদ্যুৎ অফিসের সামনে। তাদের দাবি আমাদের মিটার ফেরত দিতে হবে। তথা ফুটপাত ব্যবসায়ীদের স্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ দিতে হবে। উল্লেখ্য উচ্ছেদ অভিযানের সময় ফুটপাত ব্যবসায়ীদের সমস্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে।যে সকল মিটার থাকা সত্ত্বেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তাদেরকে অবিলম্বে মিটার সহ বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে হবে। এই দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় বিদ্যুৎ দপ্তরের অফিসে বিক্ষোভ মিছিল সহকারে একটি ডেপুটেশন প্রদান করা হয়।বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সঞ্জীব মল্লিক, অমিতাভ সিং, শাহজাদা হোসেন, আজমত আলি, সোমনাথ ভটাচার্জ, মকসুদ আলম প্রমুখ। বক্তারা বলেন শারদ উৎসবের আগে রাজ্য সরকারের নির্দেশে আমানবিক ভাবে হকার ও ফুটপাথ ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছিলো। ফুটপাথ ব্যবসায়ীদের বিদ্যুৎ সংযোগ মিটার বিচ্ছিন্ন করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে এই ভাবে ফুটপাথে ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়েছে। আমাদের সকলের দাবি ফুটপাথ ব্যবসায়ীদের স্থায়ী ভাবে বিদ্যুৎ সংযোগ দিতে হবে। যে সকল ফুটপাথ ব্যবসায়ীদের বিদ্যুৎ সংযোগ মিটার বিচ্ছিন্ন করা হয়েছে, তাদেরকে সময় বিলম্ব না করে দ্রুত মিটার সহ বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে হবে। স্ট্রিট হকার ও ফুটপাথ ব্যবসায়ীদের জন্য হকার জোন তৈরি করতে হবে।জাতীয় পতাকা হাতে দলমত নির্বিশেষে রামপুরহাট শহরের ফুটপাথ ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই দাবি আদায়ের কর্মসূচিতে অংশগ্রহণ করেন বলে সংগঠনের দাবি।
রামপুরহাট ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চের পক্ষ থেকে সঞ্জীব মল্লিক একান্ত সাক্ষাৎকারে আজকের কর্মসূচি সম্পর্কে বলেন গত ছয় মাস আগে উচ্ছেদ অভিযানের সময় রামপুরহাট পৌর পতি, বিধায়ক ও মহকুমা শাসক এবং ফুটপাত ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে ছয়জন প্রতিনিধির উপস্থিতিতে যে আলোচনা হয়েছিল তা আজ পর্যন্ত কার্যকর হয়নি। এমনকি উচ্ছেদ হওয়া বিদ্যুৎ গ্রাহকদের মিটার পর্যন্ত পুনরায় লাগানো হয়নি। এনিয়ে আজকের ডেপুটেশন বিদ্যুৎ দপ্তরে। এরপর যদি সুরাহা না হয় তাহলে অনশন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেন। এবিষয়ে বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের বক্তব্য উচ্ছেদ অভিযানের আগে প্রশাসনের নির্দেশেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। আবার অনুমতি বা নির্দেশ পেলে বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct