সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: গোটা দেশ ও রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হল । এদিন “ বাঁকুড়া শারীরিক প্রতিবন্ধী কল্যাণ সমিতির “ পক্ষ থেকে বেলিয়াতোড়ে একটি পদযাত্রা করা হয়। পাশাপাশি তারা বেলিয়াতোড় ডাকবাংলো মোরে বাঁকুড়া দুর্গাপুর ব্যস্ততম রাজ্য সড়ক অবরোধ করেন । মূলত তাদের দাবি , তাদের মাসিক প্রতিবন্ধী ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করতে হবে , প্রত্যেককে আবাস যোজনার রেশন কার্ড প্রদান করতে হবে , একশ দিনের কাজের সু বন্দোবস্ত করতে হবে । এই ধরনের নয় দফা দাবি নিয়ে এদিন তারা প্রায় আধঘন্টা রাজ্য সড়ক অবরোধ করে রাখেন । এর ফলে রাজ্য সড়কে সাময়িক যানজট পরিস্থিতি তৈরি হয় । সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষদের । বেলিয়াতোড় থানার পুলিশ ও বড়জোড়া ব্লকের জয়েন বিডিও ঘটনাস্থলে আসেন এবং তাদের দাবি-দাওয়া গুলি পূরণের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেওয়া হয় ।বাঁকুড়া শারীরিক প্রতিবন্ধী কল্যাণ সমিতির সহ-সম্পাদক সনদ মহন্ত জানান , আমাদের দাবি আদায়ে এই আন্দোলন চলবে । তবে আমাদের এই দাবী দাওয়া পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবো ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct