সেখ রিয়াজুদ্দিন ও আজিম শেখ, বীরভূম, আপনজন: আবাস যোজনার তালিকায় উপযুক্ত প্রাপকরা বঞ্চিত। পাকা বাড়ি তথা বিত্তশালী ব্যক্তিরা এটাকে বিভিন্ন ভাবে কুক্ষিগত করে নিচ্ছেন বলে সর্বত্র বিক্ষোভ প্রশমিত হচ্ছে। এনিয়ে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিডিও র নিকট বিক্ষোভ প্রদর্শন থেকে ডেপুটেশন প্রদান করাও হচ্ছে। তবে এবার আবাস যোজনার সার্ভেকে কেন্দ্র করে কোদ শাসকদলের মধ্যে গোষ্ঠী সংঘর্ষে জখম হয়েছে প্রায় বারোজন। পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর এবং পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ।ঘটনাটি বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের সুমরপুর গ্রামে।ঘটনায় আহতদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করেছে মুরারই থানার পুলিশ।
জানা যায় যে,বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি প্রাপকদের নামের তালিকা থেকে নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ও দলীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যার অনুগামীদের সংঘর্ষ বাঁধে । সেক্ষেত্রে উভয় পক্ষের মিলিয়ে প্রায় ১২ জন জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। পঞ্চায়েত সদস্যার অনুগামীদের অভিযোগ বুথ সভাপতির অঙ্গুলী হেলনে বিডিও সাহেব পরিচালিত হচ্ছেন।নাম থাকা সত্ত্বেও সমস্ত বাড়ি সার্ভে করছেন না। অন্যদিকে বুথ সভাপতি অনুগামীদের বক্তব্য সকলেই তৃনমূল দল করি। তবে পঞ্চায়েত সদস্য কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়ে সদ্য তৃনমূলে যোগদান করে। যদিও উভয় পক্ষের বক্তব্য সত্যিকারের প্রাপকরা যেন আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত না হন তা দেখা। তবে এখানেও আবাস যোজনার বাড়ি পাইয়ে দিয়ে নিজের নিজের পায়ের তলায় মাটি শক্ত করতে মরিয়া বলে স্থানীয়দের মধ্যে গুঞ্জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct