নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: শান্তিপুর গোবিন্দপুর এলাকার জাতীয় সড়কের বেহাল দশা দীর্ঘদিনের! এ বিষয়ে কোন হেলদোল নেই প্রশাসনের।সদ্য প্রস্তুত হওয়া ঝাঁ চকচকে ১২ নম্বর দিয়ে যাওয়ার জন্য সুনির্দিষ্ট জায়গার বদলেই পাড়ার মধ্যে দিয়েই লোকাল এবং দূরপাল্লা বাসের রেষারেষি, ভারি ভারি ডাম্পার বালি সিমেন্ট খোয়ার গাড়ি নিত্য অহরহ।হাইস্কুল প্রাথমিক বিদ্যালয় অঙ্গনওয়াড়ি রেশনে আশা মানুষজন বিপদগ্রস্ত! স্থানীয় জনপ্রতিনিধি পুলিশ প্রশাসনকে জানিয়েও মেলেনি সুফল। তাই দুর্ঘটনায় প্রাণ যাওয়ার আগেইএলাকাবাসীদের বড় গাড়ি না ঢুকতে দেওয়ার প্রতিবাদ গোবিন্দপুর কায়স্থ পাড়া সংলগ্ন এলাকায়। এলাকাবাসীরা একটি গার্ড রেল দিয়ে সকাল থেকে শুরু করেছেন দূরপাল্লার বাস লোকাল বাস এবং বড় ডাম্পার কিংবা ভারী ভারী যান চলাচল যাতায়াত বন্ধের ব্যবস্থা। তাদের দাবি, আগে এটা সাধারণ একটি পাড়ার রাস্তা ছিলো। কিছুটা দূরেই গোবিন্দপুর বাজারে মিলিত হয়েছে সদ্য প্রস্তুত হওয়া ১২ নম্বর জাতীয় সড়ক। অথচ সামান্য এইটুকু রাস্তা তারা না গিয়ে পাড়ার এই রাস্তার উপর দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত শুরু করেছেন। মৌখিকভাবে এ বিষয়ে জনপ্রতিনিধি পুলিশ প্রশাসন এমনকি বাস ড্রাইভারদের বলেও মেলে নি সুফল। গলায় দড়ি বটতলা থেকে রেললাইন টপকে এই রাস্তা তে সুবিশাল ওই বাস লরি আশাও যথেষ্ট বিপদজনক, কিন্তু তা সত্ত্বেও অবাধে চলছে যাতায়াত।
তবে এ প্রসঙ্গে বাবলা পঞ্চায়েতের উপপ্রধান চন্দন ঘোষও এলাকাবাসীদের দাবির সাথে একমত।তিনি বলেন এ বিষয়ে বহুবার প্রশাসনিক মহলে জানিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক ভয়ানক পরিস্থিতি হয়ে রয়েছে ওই রাস্তা সরালেই এখান থেকে এই বিপদজনক যাতায়াত অনেকটাই কমে যাবে। তবে এলাকার মানুষজন জানাচ্ছেন এভাবেই তারা সারাদিন নিয়ম করে ভারি ভারী যানবাহন এবং বাস চলাচল বন্ধ করবেন। তবে সমস্ত ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct