আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: মেডিকেল কলেজে এনআরআই কোটাতে নিয়োগ দুর্নীতি তদন্তে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাই ই ডি। সেই রকম আজ সাতসকালে দেখা গেল বীরভূম জেলায় শান্তিনিকেতন মেডিকেল কলেজে ইডি হানা দিয়েছে। ইডি আধিকারীরা সকাল আটটা থেকে তল্লাশি শুরু করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেন্দ্র বাহিনী জাওয়ান দের সঙ্গে নিয়ে ইডি আধিকারীরা বোলপুর মূলুকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসে সকালে পৌঁছে যান। ইডি আধিকারীরা তদন্ত করে দেখছেন যে সেখানে এনআরআই কোটাতে নিয়োগ দুর্নীতি হয়েছে কিনা। শেষ পর্যন্ত প্রায় ১৩ ঘণ্টার পর ইডি আধিকারীরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে বের হন এবং সঙ্গে বেশ কিছু নথিপত্র নিয়ে যান। ইডি আধিকারীরা সাংবাদিকদের সামনে মুখ খুলতে নারাজ। গাড়ি চেপে সোজা গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct