আপনজন ডেস্ক: কলম্বিয়ায় বিলুপ্ত ফার্ক গেরিলা গোষ্ঠীর দুটি ভিন্নমতাবলম্বী উপদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত শনিবার থেকে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে শুরু হওয়া এই সংঘর্ষে এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় একজন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
পুয়ের্তো গুজমান পৌরসভার সেক্রেটারি ইয়োভানি কর্টেস লা এফএম রেডিও স্টেশনকে বলেছেন, ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে।
দেশটির একটি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পুতুমায়ো বিভাগে কালার্কার নামে একজন কমান্ডারের নেতৃত্বাধীন যোদ্ধা এবং সেগুন্ডা মার্কেটালিয়ার সদস্যদের মধ্যে সংঘর্ষটি হয়েছে।
ইকুয়েডরের সীমান্তে, পুতুমায়ো কোকেনের প্রধান উপাদান কোকা চাষের এলাকা হিসেবে বিতর্কিত। ক্যালার্কা একটি গেরিলা গোষ্ঠীর শীর্ষ নেতাদের মধ্যে একজন যারা অক্টোবর ২০২৩ সাল থেকে কলম্বিয়ান কর্তৃপক্ষের সঙ্গে শান্তি আলোচনায় রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct