আপনজন ডেস্ক: তৃণমূল কংগ্রেস বিধায়ক রাফিকুর রহমান মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় জোর দিয়ে বলেছেন,বাংলাদেশে যা ঘটছে তা ইসলাম সমর্থন করে না, যেখানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে। প্রতিবেশী দেশে অত্যাচার বন্ধ করতে হবে বলে দাবি করে তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রকে আইনি আশ্রয় নিতে হবে। উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙার তিনবারের তৃণমূল বিধায়ক রাফিকুর রহমান বিধানসভায় ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪ প্রত্যাহারের দাবিতে একটি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বলেন, বাংলাদেশে যা ঘটছে তা ইসলাম সমর্থন করে না।
বিজেপির সমালোচনা করে তৃণমূলের মন্ত্রী সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, সংখ্যালঘুদের অধিকার নিয়ে গেরুয়া শিবির দ্বিচারিতা করছে। বিজেপি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং তারাও এই কারণে লড়াই করতে চায় বলে দাবি করে তিনি দাবি করেন যে গেরুয়া দলের “দ্বিমুখী” নীতি অনুসরণ করা উচিত নয় এবং অবশ্যই ভারতে সংখ্যালঘুদের অধিকার বজায় রাখা নিশ্চিত করতে হবে। গত ৫ আগস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা, ৫০টি জেলায় দুই শতাধিক হামলার শিকার হয়েছে বলে অভিযোগ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct