আপনজন ডেস্ক: দীর্ঘ ২১ বছরের পেশাদার ক্যারিয়ারে বহু কিংবদন্তির মুখোমুখি হয়েছেন অ্যাশলে ইয়াং। তবে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে এমন এক খেলোয়াড়ের মুখোমুখি হতে যাচ্ছেন যা ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডারের স্বপ্ন। আর সেই খেলোয়াড় হচ্ছেন অ্যাশলেরই ছেলে টাইলার ইয়াং। আগামী ১১ জানুয়ারি ছেলের মুখোমুখি হবেন বাবা।
ম্যাচটি খেলতে নামতে তর সইতেছে না সিনিয়র ইয়াংয়ের। সামাজিক মাধ্যমে তাই ৩৯ বছর বয়সী ডিফেন্ডর লিখেছেন, ‘দুর্দান্ত... স্বপ্ন সত্যি হতে যাচ্ছে।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ইয়াং বনাম ইয়াং। বাবার দলের ঘরের মাঠ গুডিসন পার্কে সেদিন আতিথেয়তা নেবেন জুনিয়র ইয়াংয়ের দল পিটারবরো ইউনাইটেড। নিজ দলের হয়ে মাঝমাঠ সামলাবেন ১৮ বছর বয়সী টাইলার। তাকে প্রতিহত করতে মাঠে নামবেন ডিফেন্ডার বাবা অ্যাশলে। ১০ বছর ধরে আর্সেনালের যুব দলে খেলা টাইলার এ বছরই পিটারবরোতে যোগ দিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি তিনি। বাবা-ছেলের দুর্দান্ত মুহূর্ত সৃষ্টির জন্য সেদিন হয়তো অভিষেকও হতে পারে টাইলারের। অন্যদিকে ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে পৌঁছেছেন অ্যাশলে। ২০০৩ সালে ওয়াটফোর্ড দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা ৩৯ বছর বয়সি ডিফেন্ডার গত বছর নাম লিখিয়েছেন এভারটনে। মাঝে ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলানসহ দুই মেয়াদে অ্যাস্টন ভিলার হয়ে রক্ষণভাগ সামলিয়েছেন। ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়েও মাঠ মাতিয়েছেন তিনি।
সবমিলিয়ে এখন পর্যন্ত খেলেছেন ৭২৪ ম্যাচ। গোল করেছেন ৮৬ টি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct