এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে ২৭শে নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে 1st SLST ২০১৬-এর প্যারা টিচারদের জন্য সংরক্ষিত ১০ শতাংশ আসনে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় ১৮৭২ জন প্রার্থীর নাম রয়েছে । তবে সেখানে রাজ্যের মাদ্রাসায় কর্মরত কোনো প্যারা শিক্ষকের নাম নেই বলে অভিযোগ উঠেছে। বঞ্চিত মাদ্রাসার প্যারা টিচাররা গত ২৮ শে নভেম্বর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নিকট একটি স্মারকলিপি জমা দেন। বঞ্চিত মাদ্রাসার প্যারা টিচারদের দাবি, ‘আমরা সকলেই TET পাস, প্রশিক্ষিত প্রার্থী, ২০০৪ সাল থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন মাদ্রাসায় প্যারা শিক্ষক হিসাবে কাজ করছি। আমরা সকলেই 1st SLST (AT), 2016 উচ্চ প্রাথমিক স্তরে প্যারা শিক্ষক হিসেবে কর্মরত । ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন স্কুলের উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক পদে নিয়োগের জন্য যে নির্দেশিকা রয়েছে সেখানে সমস্ত স্কুল এবং মাদ্রাসার সমস্ত প্যারা শিক্ষকদের জন্য সমান নিয়ম প্রযোজ্য। তাই মাদ্রাসার প্যারা টিচার এবং অন্যান্য স্কুলের প্যারা টিচারদের মধ্যে পার্থক্য করার কোনো কারণ থাকতে পারে না । ২৭ শে নভেম্বর এসএসসির তরফে প্রকাশিত যোগ্যদের তালিকায় শুধুমাত্র মাদ্রাসার প্যারা শিক্ষকদের বাদ দেওয়া বেআইনি, বৈষম্যমূলক ।’ এ দিন মাদ্রাসার প্যারা টিচার সাবিনা ইয়াসমিন, পলি বসাক, অভিজিৎ পাল, ববিতা কুন্ডুরা এসএসসির তরফে ২৭শে নভেম্বর প্রকাশিত যোগ্যদের তালিকায় বাতিল করে মাদ্রাসার প্যারা শিক্ষকদের নাম সম্বলিত নতুন তালিকা প্রকাশ জন্য অনুরোধ জানান।
সংশ্লিষ্ট বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে বলে জানিয়েছেন তৃণমূলের মাদ্রাসা শিক্ষক সংগঠনের নেতা আবু সুফিয়ান পাইক। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিশেষ কোন মন্তব্য করতে চাননি। তাঁর কথায়, ‘কে যোগ্য কে যোগ্য নয় বিষয়গুলি সরকারের থেকে জেনে নেওয়াই ভালো। কে থাকবে, কে বাদ যাবে, কি লজিক, কি সমস্যা, আরও কিছু যদি জানার থাকে সেগুলো সরকারের থেকে জেনে নিলে ভালো হয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct