জাফর আলি মোল্লা, ভোপাল, আপনজন: মধ্যপ্রদেশের ভোপালের তাজুল মসজিদ সংলগ্ন এইনখেড়ির ঘাসিপুরা এলাকায় তবলিগী জামাতের চারদিনের বিশ্ব ইজতেমা সোমবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। এদিন প্রায় ১২লাখ মানুষ অংশ নেন। মাওলানা সাদ কান্ধলভীর করা আখেরি মোনাজাতে দেশ ও বিশ্বের শান্তি কামনা করা হয়। মোনাজাতে প্রতিধ্বনিত হয় মানবতার ডাক। মাওলানা সাদ সাহেবেব প্রার্থনায় আল্লাহর কাছে যা চান তার সারাংশ হল, ‘হে আল্লাহ, আমরা পাপী, আমরা অপরাধী, আমরা আপনার আদেশের প্রতি অবহেলা, আমরা আপনার পথ থেকে বিচ্যুত, আমরা আপনার অবাধ্য, কিন্তু আমরা যেমন আপনার বান্দা। হে আল্লাহ, আমরা আপনার কিতাবে বিশ্বাসী, আমরা আপনার নবীর শিক্ষা অনুসরণ করি! হে আল্লাহ, আমাদের সকলের প্রতি রহম করুন, হে আল্লাহ, সমগ্র বিশ্বে এবং বিশেষ করে আমাদের ভারতবর্ষে শান্তি বজায় রাখুন, হে আল্লাহ, আমাদের একে অপরের জান-মালের রক্ষক করুন, হে আল্লাহ, ভারতের গঙ্গা-যমুনি সংস্কৃতিকে রক্ষা করুন। হে আল্লাহ তুমি যেখানেই থাকো, যারা কষ্টে আছে তাদের প্রতি রহম করো।,
আখেরি মোনাজাতের সময় উপস্থিত লোকজনের চোখ ছিল অশ্রুসজল। তাদের আমীন আমীন ধ্বনিতে ম,ুখরিত হয়ে ওঠে ইজতেমার ময়দান।
আখেরি মোনাজাতের পর তবলিগি জামাতের মুসল্লিদের কেউ কেউ চার মাস চল্লিশ দিন জামাতে রওনা হন। এই বিশ্ব ইজতেমায় সারাদেশের উলামায়ে কেরামগ বক্তব্য রাখেন। মাওলানা ইউসুফ সাহেব ও মাওলানা হাসান বালিয়াভী জনগণকে তবলিগের মূল ছয়টি বিষয় শিক্ষা দেন। পাশাপাশি উলামায়ে কেরাম মানুষকে মহৎ পথ অনুসরণ করে মানবতাকে প্রাধান্য দেওয়ার নির্দেশ দেন।
ইজতেমার সফলে ইজতিমা ইন্তেজামিয়া কমিটি জেলা প্রশাসন, পুলিশ, পৌর কর্পোরেশন, রেলওয়ে, স্বাস্থ্য বিভাগসহ সকল দফতরকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানায়।
চার দিনের আলামী তবলিগি ইজতিমা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠানই ছিল না, এটি শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক হয়ে উঠেছে। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি সত্ত্বেও শৃঙ্খলা ও সম্প্রীতির এই অনুষ্ঠানটি অন্যান্য অনুষ্ঠানের জন্য দৃষ্টান্তস্বরূপ। ইজতিমা ময়দানের আশপাশে থাকা খাবারের দোকানগুলোর মধ্যে নারায়ণ ব্রেকফাস্ট হাউস ও সহায় ফুড কর্নারেও ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গেছে। অনিল কেটলিতে চা নিয়ে ইজতিমা কমপ্লেক্সে লোকজনের সেবায় ঘুরে বেড়াচ্ছিলেন। যেখানে সুরেশকে দেখা গেল মিষ্টি বিক্রি করতে। এভাবেই সম্প্রীতির বার্তা দিয়ে শেষ হয় এ বছরের ভোপাল বিশ্ব তবলিগি ইজতেমা।
ছবি: আশু খান
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct