তানজিমা পারভিন, হরিশ্চন্দ্রপুর, আপনজন: সামসী নিয়ন্ত্রিত বাজার সমিতির হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা বীরেন্দ্র কুমার মৈত্র উপ বাজার চত্বরে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা নেই। সাব মার্সিবল ও চারটি সাব মার্সিবল পাম্পের ট্যাংক অকেজো হয়ে পড়ে রয়েছে। দোকান থেকে জল কিনে পান করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। অপরদিকে জনসাধারণের ব্যবহারের জন্য সৌচালয় গুলো তালা বন্ধ অবস্থায় রয়েছে বলে অভিযোগ। হাটে আসা ব্যবসায়ী ও সাধারন মানুষ চরম সমস্যায় পড়ে। জঙ্গলে শৌচকর্ম করতে হয় তাদের। হাট কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও হয়নি কোনও কাজ বলে অভিযোগ ব্যবসায়ীদের। যদিও মালদহ জেলা রেগুলেটেড মার্কেট কমিটির (RMC) সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল কৃষ্ণ রায় সেগুলো শীঘ্রই মেরামত করার আশ্বাস দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালে ১২০ বিঘা জমি নিয়ে তুলসীহাটা বীরেন্দ্র কুমার মৈত্র উপ বাজারটি গড়ে উঠে। সপ্তাহের রবিবার বসে হাট। মালদহের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা হাটে ব্যবসা করতে আসেন
। কাপড়,সব্জি,ফল,গরু ও ছাগল কেনা বেচা থেকে শুরু করে মাটির জিনিসপত্র প্রভৃতির হাট বসে। অসংখ্য মানুষ হাটে আসেন। তবে রবিবার বাদেও বাকি দিনগুলোতে বাঁশ ব্যবসায়ীদের কেনাবেচা চলে। আলু ও পেঁয়াজ ব্যবসায়ীরা রবিবার ব্যবসা করার জন্য শুক্রবার সন্ধ্যায় চলে আসে হাটে। ব্যবসায়ী আব্দুল সামাদ ও মহম্মদ শুক্রু রা বলেন,হাটের চার প্রান্তে চারটি সাব মার্সিবলের জলের জন্য ট্যাংক করা হয়েছে। সেগুলো দীর্ঘ বছর ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। রবিবার শুধু নলকূপ বসানো হয়। বাকি দিনগুলোতে সেগুলো খুলে রেখে দেয়। রবিবার জলের কিছুটা সমস্যা মিটলেও বাকি দিনগুলোতে চরম সমস্যা হয়। অপরদিকে
বীরেন্দ্র কুমার মৈত্র উপ বাজার চত্বরে একটি ও হরিশ্চন্দ্রপুর ১ কৃষক বাজারে একটি পুরুষ ও একটি মহিলাদের জন্য শৌচালয় থাকলেও সেগুলো বন্ধ রয়েছে। জঙ্গলে ঢেকে গিয়েছে। বাধ্যতামূলক
পুরুষদের পাশাপাশি মহিলাদেরও জঙ্গলে শৌচকর্ম করতে হয়। সেগুলো মেরামতের উদ্যোগ নেই হাট কর্তৃপক্ষের। মালদহ জেলা রেগুলেটেড মার্কেট কমিটির সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল কৃষ্ণ রায় বলেন,হাটের সমস্যাগুলো উপর মহলে জানানো হয়েছে। অর্ডার পেলেই কাজের টেন্ডার ধরা হবে। তবে শিঘ্রই একটি মটর ঠিক করা হবে। হাটে নাইট গার্ড না থাকার কারণে হাটের জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। নাইট গার্ডের প্রয়োজন আছে। মালদহ জেলা রেগুলেটেড মার্কেট কমিটির সম্পাদক অসিত বর বলেন, সাব মার্সিবলের একটি মটর ঠিক করা হয়েছে।
বাকি শৌচালয় ও সাব মার্সিবলের টেন্ডার ধরা হয়ে গিয়েছে। শিঘ্রই কাজ শুরু করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct