নিজস্ব প্রতিবেদক , বহরমপুর, আপনজন: রবিবার মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে রবীন্দ্র সদন সভাগৃহে প্রতিবছরের মতো এবারও বসেছিল বাসভূমি উৎসব তথা বাসভূমি পুরস্কার প্রদানের আসর। বাসভূমি পত্রিকার সম্পাদক অরূপ চন্দ্র জানান, ২০০৮ সালে শুরু হয়ে প্রতি বছর সুনির্বাচিত জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তি যাঁরা সমাজে শিল্প-সাহিত্য সংস্কৃতি ভাষা কৃষ্টির বিকাশে এবং চর্চায় বিশেষ নিদর্শন রাখছেন তাঁদের মধ্যে থেকেই আজীবন নিরবচ্ছিন্ন কাজের জন্য “সিসিএআই-বাসভূমি জীবনকৃতি পুরস্কার” প্রদান করা হয; এবং যারা প্রভূত সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত থেকে সমাজে বিশেষ নিদর্শন সৃষ্টি করছেন তাদের “বাসভূমি সাহিত্য সম্মাননা” প্রদান করা হয়। একই সাথে, লিটল ম্যাগাজিন - যা কিনা সাহিত্যের ধাত্রীভূমি এবং বর্তমানের অসংখ্য স্বনামধন্য সাহিত্যিকের গৌরবের উৎসভূমি, সেই লিটল ম্যাগাজিন ও তার সম্পাদকদের সম্মাননা প্রদান করা হয় “বাসভূমি সেরা বাংলা লিটিল ম্যাগাজিন পুরস্কার” শিরোনামে।”
২০২৪ সালে, বাসভূমি জীবন কৃতি সম্মাননা ও পুরস্কারে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন কবি তৈমুর খান; চিত্রশিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত, গবেষক প্রকাশ দাস বিশ্বাস।
বাসভূমি সাহিত্য পুরস্কার তুলে দেওয়া হল সম্প্রীতি এবং লোকসংস্কৃতি নিয়ে নিরন্তর কাজ করে চলা প্রাবন্ধিক সাংবাদিক চন্দ্রপ্রকাশ সরকার, লোকসংস্কৃতি গবেষক ড. গদাধর দেকে। কবি ও অরুণোদয় পত্রিকা সম্পাদক দেবী রাহা মিত্র এবছর বাসভূমি সাহিত্য সম্মাননা পেলেন। যিনি বাসভূমি সম্মাননা তালিকায় এই প্রথম মহিলা প্রাপক।
লিটল ম্যাগাজিনে পুরস্কুত হয়েছে ঝাড়খণ্ডের ধানবাদের পত্রিকা ‘শিল্পে অনন্যা’, যার সম্পাদক ড. দীপক কুমার সেন; ভাঙ্গড় দক্ষিণ ২৪ পরগনা থেকে প্রকাশিত পত্রিকা ‘উদার আকাশ’ সম্পাদক ফারুক আহমেদ; নদীয়া থেকে প্রকাশিত ‘বনামি’, সম্পাদক দিলীপ মজুমদার এবং পত্রিকা ‘অজয়’, সম্পাদক তারকেশ্বর চট্টরাজ। বেলা দেড়টায় অনুষ্ঠান শুরু হয় জন্মশতবর্ষে পৌঁছনো ভারত বিখ্যাত সুরকার সলিল চৌধুরীর গান দিয়ে। এই উৎসব মঞ্চে বাসভূমি ৪৫বর্ষ সংখ্যা প্রকাশিত হয়। এছাড়াও অরূপ চন্দ্র লিখিত মুর্শিদাবাদের “নারী”, “ব্রহ্মপুর থেকে বহরমপুর শহরের ইতিকথা” এবং “দ্য থিওরি অফ আর্ট” নামে আরো তিনটি বই প্রকাশিত হয়। বইগুলি প্রকাশ করেন অধ্যাপক মানবেন্দ্রনাথ সাহা, কবি ও আবৃত্তিকার সাবিনা সৈয়দ, কবি তাপস সরখেল, কবি আব্দুস সালাম, সমাজকর্মী ও শিক্ষিকা কাবেরী বিশ্বাস, শিক্ষক ও প্রাবন্ধিক কিশোর কুমার দাস, অধ্যাপক দুলাল কুমার বসু, কবি শম্ভু ভট্টাচার্য, মুর্শিদাবাদ জেলার অত্যন্ত জনপ্রিয় শিল্পী পঞ্চানন চক্রবর্তী, শিল্পী চন্দন দাস ও শিল্পী মিজানুর খান।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন বর্ষিয়ান প্রাবন্ধিক ও গবেষক দুলাল কুমার বসু, প্রধান অতিথি ছিলেন সিনেমা বিষয়ে গবেষক সাহিত্যিক এবং শ্রাবণ ঠিক মানবেন্দ্রনাথ সাহা। তারা তাদের বক্তব্যে বাসভূমি পুরস্কারের গুরুত্ব এবং বাসভূমি পত্রিকার এই নিরন্তর প্রচেষ্টার প্রশংসা করেন। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বীরভূম ও নদিয়া থেকেও বিভিন্ন মানুষ এসেছিলেন আজকের এই সভায়। কবি মনিরুদ্দিন খান, ইতিহাস গবেষক রমাপ্রসাদ ভাস্কর, কবি সন্দীপ বিশ্বাস, সমাজ ও ইতিহাস গবেষক খাজিম আহমেদ, কবি ও সম্পাদক সমীর ঘোষ, কবি ও প্রাবন্ধিক কৌশিক বড়াল, অধ্যাপক ও প্রাবন্ধিক আবুল হাসনত, ছোট গল্পকার কুনাল কান্তি দে, লোকসংস্কৃতি গবেষক সুশান্ত বিশ্বাস, কবি আনন্দ মার্জিত, শিক্ষিকা ও লেখিকা ওফিলিয়া চন্দ্র দত্ত, কবি ও সম্পাদক গোলাম কাদের, আবৃত্তিকার শ্রীমন্ত ভদ্র, কবি বিপ্লব ভট্টাচার্য, কবি প্রভাত কুমার মন্ডল, কবি কালিপদ হাজরা, কবি গোপাল বসাক, কবি হৈমন্তী বন্দোপাধ্যায় প্রমুখ।
৭৪ বছর বয়সেও এই সাড়ে তিন ঘন্টার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসভূমি সম্পাদক অরূপ চন্দ্র নিজেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct