নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: সুস্থ সংস্কৃতির বিকাশে চাকরিপ্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ রবিবার কলেজ স্ট্রিটের একাডেমিক অ্যাসোসিয়েশনের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘রঙ্গলি-২০২৪’ অনুষ্ঠিত হয় । প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মতি শুভ্রা শীল । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সৈয়দ সাহেব । ছাত্র-ছাত্রীদের নাচ, গান, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা, একাঙ্গ নাটক পরিবেশন করে । ডব্লিউবিসিএস পরীক্ষার্থীদের ভিতরে যে সুপ্ত প্রতিভা গুলো লুকিয়ে রয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে তা ফুটে ওঠে । এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন ব্যাচের ছাত্র-ছাত্রীদের বরন করে নেওয়া হয় । অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিশু শিল্পী আয়ানের রবীন্দ্র সংগীত ।
এ দিন তাৎক্ষণিক বক্তৃতার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা উপস্থিত বুদ্ধি এবং দক্ষতা মেলে ধরে এখানকার ছাত্রছাত্রীরা । ‘আমি যদি পিএসসির চেয়ারম্যান হতাম’ এই বিষয়ের উপর বক্তৃতা দিতে গিয়ে একাডেমিক অ্যাসোসিয়েশনের ছাত্রী ঈশিকা রুজ বলেন, ‘আমার কাজ হতো সবার আগে নোটিফিকেশন গুলিকে প্রায়োরিটি ভিত্তিতে প্রকাশ করা । সেই সঙ্গে যে সমস্ত পরীক্ষা পেন্ডিং রয়েছে সেগুলিকে দ্রুত আয়োজনের বন্দোবস্ত করা । একটি ডব্লিউ বি সি এস পরীক্ষা সম্পূর্ণ হয়ে চাকরিতে যোগদান করে করতে এখন সময় লাগে সাড়ে তিন থেকে চার বছর, আমার লক্ষ্য হবে এই সময়কে এক বছরের মধ্যে নামিয়ে নিয়ে আসা । সর্বোপরি বেকার চাকরিপ্রার্থী জ্বালাটা অনুভব করে আমি পিএসসির প্রতিটি কাজ করতাম ।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রধান শিক্ষানুরাগী শামীম সরকার ৷ এই অনুষ্ঠান আয়োজনের জন্য একাডেমিক অ্যাসোসিয়েশনের ছাত্র-ছাত্রী শিক্ষা কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন । শেষে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct