সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: ভিনরাজ্যে আলু পরিবহনে নিষেধাজ্ঞায় আবারো সোমবার থেকে কোল্ড স্টোরেজ থেকে আলু সরবরাহ বন্ধের হুঁশিয়ারি, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ কোল্ডস্টোরেজ এসোসিয়েশনের, চরম সমস্যায় পড়াবে সাধারণ মানুষ ।
রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণ করতে ভিন রাজ্যে আলু পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য। আর তাতে করেই সমস্যায় পড়েছেন আলু ব্যবসায়ীরা। যার ফলে গতকাল তারকেশ্বরে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ কোল্ডস্টোরেজ এসোসিয়েশনের যৌথ একটি আলোচনার সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় সোমবারের মধ্যে ভিন রাজ্যে এবং অন্য জেলায় আলু পাঠানোর উপরে বিধি নিষেধ প্রত্যাহার না হলে সোমবার রাত্রি থেকে সারা রাজ্যের কোল্ড স্টোরেজ গুলি থেকে কোন আলু বের করা হবে না। যৌথভাবে কর্মবিরতি পালনের ডাক দেওয়া হয়। আলু ব্যবসায়ী সমিতির কড়া হুঁশিয়ারিতে আলু জোগানে টান পড়ার আশঙ্কা।
এর আগেও তাদের এই ধরনের সিদ্ধান্তে রাজ্যে আলু যোগানে অচল অবস্থা তৈরি হয়েছিল। আরো একবার রাজ্যে আলুর সমস্যা হতে চলেছে এমনটাই মনে করছেন খুচরো ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct