আসিফা লস্কর , সাগর, আপনজন: সংসারে অভাবের কারণে গঙ্গাসাগর থেকে কয়েক মাস আগে অন্ধপ্রদেশের বিজয়পাড়ায় পাইপ লাইনের বোরিং এর কাজে গিয়েছিল ধবলাট লালপুর বাসিন্দা স্বপন মন্ডল(২২)। গত শনিবার বিজয়পাড়ায় বৃষ্টির কারণে শ্রমিকরা কাজ বন্ধ করে দেওয়া হয়। স্বপন তখন মটরে থাকা ইলেকট্রিক লাইনের তার গোছানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয় সহকর্মীরা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকেরা স্বপনকে মৃত বলে ঘোষণা করে। খবর আসে গঙ্গাসাগরে তার নিজের বাড়িতে তরতাজা যুবকের মৃত্যুর ঘটনা কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। রবিবার সন্ধ্যায় কফিনবন্দি স্বপনের মৃতদেহ বাড়িতে আসার কথা রয়েছে।এই ঘটনায় শোকের ছায়া গোটা লালপুর এলাকায়। এর আগেও ভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় কাজে গিয়ে মৃত্যু হয়েছে সাগরের একাধিক যুবকের। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি রাজ্যে কোন কাজ না থাকায় সংসার চালাতে অসুবিধা হচ্ছিল স্থানীয় যুবক দের।তাই তারা পরিবারের মুখে খাওয়ার তুলে দেওয়ার জন্য ভিন রাজ্যে কাজে যাচ্ছে ।রাজ্যে কাজ থাকলে হয়তো তাদের এই যুবককে এভাবে ভিন রাজ্যে যেতে হতো না। আর অকালে প্রাণ হারাতেও হতো না। ভিন রাজ্যে কাজে গিয়ে আরো কত মায়ের কোল এভাবে খালি হবে। সরকারের কাছে তাদের আবেদন রাজ্যে কর্মসংস্থান করা হোক তাহলে আর এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজে গিয়ে হয়তো কোন যুবককে প্রাণ হারাতে হবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct