মোহাম্মদ জাকারিয়া , করণদিঘি, আপনজন: উত্তর দিনাজপুর জেলার লাহুতাড়া কামাত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের দেরিতে আসা এবং বিদ্যালয়ের নানা অব্যবস্থার অভিযোগে সোমবার সকালে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষকরা সময়মতো উপস্থিত হচ্ছেন না। ছাত্র-ছাত্রীরা সকাল ১০টায় স্কুলে এলেও শিক্ষকরা বেশিরভাগ দিনই ১১টা বা তারও পরে উপস্থিত হন। কোনো কোনো দিন দুপুর ১২টায়ও আসেন।
এর ফলে পড়াশোনার ক্ষতি হচ্ছে এবং বিদ্যালয়ের শিক্ষার মান ক্রমশ নিচে নামছে।
এছাড়াও, মিড ডে মিল নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। অভিভাবকরা জানিয়েছেন, শিশুদের জন্য রান্না করা খাবার প্রায়ই মানহীন হয় এবং নির্দিষ্ট সময়ে পরিবেশন করা হয় না। এই অবস্থায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা ও পুষ্টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনও কোনো সুনির্দিষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন অভিভাবকরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct