সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: বাঁকুড়া ইন্দপুর ব্লকের ডাঙ্গারামপুর থেকে গুন্নাথ পর্যন্ত প্রায় ৮ কিমি রাস্তা বেহাল, রাস্তা সংস্কারের জন্য বারে বারে স্হানীয় প্রশাসন থেকে জেলা প্রশাসন ও জেলা নেতৃত্ব দের জানিও লাভ হয়নি কিছুই।
নিত্যদিন এই রাস্তার উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে ছোট বড় বহু বাস,লড়ি সহ ছোট বড় বহু যানবাহন। সমস্যায় পরতে হয় স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে রোগী ও রোগীর আত্মীয়দের।
তাই গেল তালডাংরা বিধানসভার উপ নির্বাচনে এলাকায় প্রচারে গিয়ে রাস্তার বেহাল দশা দেখে ও এলাকার মানুষের অভিযোগ পেয়ে বাঁকুড়া লোকসভার সাংসদ কথা দেন ভোটে জয়ী হলে রাস্তা সংস্কারের কাজ শুরু করবেন। চলতি মাসে ২৩ শে নভেম্বর এই বিধানসভা উপ নির্বাচনে জয়ী হয় তৃণমূলপ্রার্থী ফালগুনি সিংহ বাবু। জয়ের পরেই সাংসদ তহবিল থেকে ৭ কোটি টাকা বরাদ্দ করেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরুপ চক্রবতী। এতেই খুশি এলাকার মানুষ। তবে এলাকার মানুষের দাবি দূত সম্পূর্ণ হোক রাস্তা সংস্কারের কাজ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct