সুরজীৎ আদক , উলুবেড়িয়া, আপনজন:আগামী ২৬শের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৬০টি আসন পেয়ে চতুর্থ বারের মতো সরকার গঠন করবে বলে জানালেন মন্ত্রী পুলক রায়।প্রসঙ্গত,শনিবার মহেশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবির ও শিশু মিলন উৎসবের আয়োজন করা করেছিল।সেখানে উপস্থিত হয়ে মঞ্চ থেকে বিরোধী রাজনৈতিক দলকে তীব্র আক্রমণ করার পাশাপাশি আগামী ২৬শের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৬০টি ক্ষমতায় আসতে চলেছে সে বিষয়ে স্পষ্ট বার্তা দেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়।মন্ত্রী জানান বিগত ৩৪ বছরের বামফ্রন্ট সরকার মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় থাকলেও মানুষের পাশে দাঁড়াতেন না,তেমনি বর্তমান বিজেপির নেতৃত্বে কেন্দ্রের সরকারকেও তীব্র আক্রমণ শানান মন্ত্রী পুলক রায়।এদিনের এই রক্তদান শিবিরে ২০০-এরও বেশি রক্তদাতা রক্তদান করায় এদিনের এই শিবিরকে “রক্ত উৎসব “ বলেন মন্ত্রী।এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল কংগ্রেসের সহ:সভাপতি গোপীনাথ ব্যানার্জি,হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মণ্ডল,উলুবেড়িয়া-১নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক,মহেশপুর অঞ্চল তৃনমুল কংগ্রেসের সভাপতি আজিজুল ইসলাম মোল্লা,মহেশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান পূজা মাখাল,উপ-প্রধান সেখ সাহাবর,তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা শেখ মুজিবর রহমান,হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct