আপনজন ডেস্ক: টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান শচীন টেন্ডুলকারের—১৫৯২১। ভারতীয় কিংবদন্তির এই রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন, সেটা জো রুট হবেন বলে মনে করেন অনেকে। ৩৩ বছর বয়সী রুটের বর্তমান রান ১২৭৭৭। তবে টেস্টে সর্বোচ্চ রানের একটি রেকর্ডে এরই মধ্যে টেন্ডুলকারকে পেছনে ফেলছেন রুট। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রানের মালিক এখন এই ইংলিশ ব্যাটসম্যান। চতুর্থ ইনিংসে ১৬২৫ রান নিয়ে এত দিন শীর্ষে ছিলেন টেন্ডুলকার। আজ সকালে ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ৮ উইকেটে জয়ের ম্যাচে অপরাজিত ২৩ রানের ইনিংস খেলার পথে টেন্ডুলকারকে টপকে গেছেন রুট। তাঁর রান এখন ১৬৩০।
এ দিন রুট শুধু টেন্ডুলকারকেই নন, পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও রুটের একসময়ের সতীর্থ স্যার অ্যালিস্টার কুককেও। চতুর্থ ইনিংসে স্মিথ–কুক দুজনেরই রান ১৬১১ করে। ১৫৮০ রান নিয়ে এ দুজনের পরেই আছেন ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল। চতুর্থ ইনিংসে শীর্ষ পাঁচজন রান সংগ্রাহকের মধ্যে টেন্ডুলকার, স্মিথ, কুক ও চন্দরপল অনেক আগেই অবসর নিয়েছেন। তাই রুটের সামনে রেকর্ডটা অন্যদের নাগালের বাইরে নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান সাকিব আল হাসানের ৮৮০। সাকিবের চেয়ে মাত্র ১ রানে পিছিয়ে মুশফিকুর রহিম। সাকিব আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কি না, সংশয় আছে। তাই মুশফিক অচিরেই সাকিবকে টপকে যেতে পারেন।
ক্রাইস্টচার্চ টেস্ট ছিল রুটের ক্যারিয়ারের ১৫০তম। কিন্তু মাইলফলক ছোঁয়া টেস্টের শুরুটা ভালো হয়নি তাঁর। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের অভিষিক্ত পেসার নাথান স্মিথের বলে আউট হন ০ রানে। তবে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে দলকে জয়ের বন্দরে পৌঁছে তো দিয়েছেনই, টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ডটা নিজের করে নিয়েছেন। তা–ও আবার দ্রুতই। টেন্ডুলকার চতুর্থ ইনিংসে ১৬২৫ রান করেছেন ৬০ ইনিংসে, রুট ১৬৩০ রান করেছেন ১১ ইনিংস কম খেলে—৪৯ ইনিংসে। তবে ব্যাটিং গড়ের হিসাব করলে শীর্ষ পাঁচজন রানসংগ্রাহকদের মধ্যে রুট এখনো পিছিয়ে। এ ক্ষেত্রে এগিয়ে গ্রায়েম স্মিথ। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা স্মিথের চতুর্থ ইনিংসে ব্যাটিং গড় ৫১.৯৬। দল জিতেছে—এমন টেস্টগুলোর চতুর্থ ইনিংসেও স্মিথের রানই সবচেয়ে বেশি; ১১৪১। দলের জয় নিয়ে মাঠ ছাড়ার ম্যাচে কমপক্ষে ১০০০ রান স্মিথ ছাড়া আর কারও নেই। এই তালিকায় রুট শীর্ষ দশেও নেই। ইংল্যান্ডের জেতা ম্যাচের শেষ ইনিংসে রুটের রান এখন পর্যন্ত ৬২৫, গড় ১০৪.১৬। জেতা ম্যাচের গড়ের দিক থেকে সবার ওপরে উইলিয়ামসন—১৭০.৫০, রান সংখ্যা ৬৮২। স্মিথ আরেকটি জায়গায় ব্যতিক্রম। চতুর্থ ইনিংসে শীর্ষ পাঁচ রানসংগ্রাহকদের মধ্যে চারজন শুধু দেশের হয়ে খেলেছেন।
স্মিথ তাঁর দেশ দক্ষিণ আফ্রিকা ছাড়াও একটি টেস্ট খেলেছেন আইসিসি বিশ্ব একাদশের হয়ে।
টেস্টের চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরি
সেঞ্চুরিব্যাটসম্যানদেশ
৫কেইন উইলিয়ামসননিউজিল্যান্ড
৫ইউনিস খানপাকিস্তান
৪সুনীল গাভাস্কারভারত
৪রিকি পন্টিংঅস্ট্রেলিয়া
৪রামনরেশ সারওয়ানওয়েস্ট ইন্ডিজ
৪গ্রায়েম স্মিথদক্ষিণ আফ্রিকা
টেস্টের চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি বল খেলার দিক থেকে সবার ওপরে রাহুল দ্রাবিড়ের নাম। টেস্টের শেষ ইনিংসে রেকর্ড ৩৯৯৮ বল সামলে দ্রাবিড় বুঝিয়ে দিয়েছেন, কেন তাঁকে ‘দ্য ওয়াল’ ডাকা হতো। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটা যৌথভাবে কেইন উইলিয়ামসন ও ইউনিস খানের, ৫টি করে। উইলিয়ামসন ও ইউনিস তাঁদের দেশ নিউজিল্যান্ড ও পাকিস্তানের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহকও।
চতুর্থ ইনিংসে ৪টি করে সেঞ্চুরি আছে চারজনের—ভারতের সুনীল গাভাস্কার, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, ওয়েস্ট ইন্ডিজের রামনরেশ সারওয়ান ও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ ইনিংসে ১টির বেশি সেঞ্চুরি কারও নেই। একবার করে তিন অঙ্ক ছুঁয়েছেন সাতজন।
ডেসমন্ড হেইন্স সবচেয়ে বেশিবার টেস্টে অপরাজিত ছিলেন
ডেসমন্ড হেইন্স সবচেয়ে বেশিবার টেস্টে অপরাজিত ছিলেনছবি: আইসিসি
টেস্টের শেষ ইনিংসে ফিফটি সবচেয়ে বেশি চন্দরপল, ক্রিস গেইল ও গ্রায়েম স্মিথের—তিনজনেরই ১৩টি করে। শেষ ইনিংসে কমপক্ষে ১০ বার ব্যাট করেছেন—এমন ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ গড় দক্ষিণ আফ্রিকার ব্রুস মিচেলের; ৮৯.৮৫। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি ২০ বার অপরাজিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct