আপনজন ডেস্ক: রবিবার আনুষ্ঠানিকভাবে বিসিসিআই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জয় শাহ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিয়ে বিসিসিআই ও পিসিবি-র টানাপোড়েনের মধ্যেই আইসিসি-র প্রধান হিসেবে জয় শাহের দায়িত্ব গ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২৩ সালে বিসিসিআই সচিবের পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রধান হিসেবে ছিলেন জয় শাহ। সেই সময় বিসিসিআই-এর আপত্তির জেরে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে বাধ্য হয়েছিল পিসিবি। এবারও বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানে দল পাঠাবে না। ফলে হাইব্রিড মডেলেই হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। এমনকী, পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেলে পুুরো টুর্নামেন্টই অন্য দেশে সরে যেতে পারে। আইসিসি কী সিদ্ধান্ত নেবে, তা অনেকটাই জয় শাহের উপর নির্ভর করছে।
আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর জয় শাহ বলেছেন, ‘আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি সম্মানিত বোধ করছি। আইসিসি ডিরেক্টররা এবং সদস্য দেশগুলির বোর্ডের প্রতিনিধিরা আমাকে সাহায্য করেছেন, আমার উপর আস্থা রেখেছেন। এর জন্য আমি কৃতজ্ঞ। এই সময়টা ক্রিকেটের জন্য অত্যন্ত আকর্ষণীয়। কারণ, আমরা ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছি। ক্রিকেটকে যাতে আরও ছড়িয়ে দেওয়া যায় এবং বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের যাতে ক্রিকেটের সঙ্গে যুক্ত করা যায়, সেই চেষ্টা করছি। আমরা এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। একসঙ্গে একাধিক ফর্ম্যাটে ক্রিকেট খেলা চলছে। একইসঙ্গে মহিলাদের ক্রিকেটেরও উন্নতি করা প্রয়োজন। বিশ্বজুড়ে ক্রিকেটের বিপুল সম্ভাবনা রয়েছে। আইসিসি-র সব সদস্য এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে কাজ করার মাধ্যমে এই সুযোগকে কাজে লাগিয়ে ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে চাই।’
দুবাইয়ে আইসিসি বোর্ড মিটিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এবার জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ার পর এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct