আপনজন ডেস্ক: সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অর্ধেকের বেশি এলাকার দখলে নেয়া ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের যোদ্ধাদের লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির বিতর্কিত স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সিরিয়ার এই বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে রুশ সামরিক বাহিনীর চালানোর হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, হায়াত তাহরির আল-শামের বিদ্রোহীরা সিরিয়ার দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সময় রোববার (১ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে রাশিয়ার সিরিজ হামলার মুখোমুখি হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় চারজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। এসওএইচআর বলেছে, ইদলিবের পাশাপাশি হামার গ্রামীণ এলাকাতেও রুশ বাহিনী হামলা চালিয়েছে। সিরিয়ার সরকার-বিরোধী হামলায় নেতৃত্ব দেওয়া বিদ্রোহীরা ওই এলাকায় নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে।
সিরীয় এই পর্যবেক্ষক গোষ্ঠী বলেছে, দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো আলেপ্পোর নিয়ন্ত্রণ হারিয়েছে সিরিয়ার সরকার। গত কয়েক বছরের মধ্যে সিরিয়ায় সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের হামলা শুরু করেছে বিদ্রোহীরা। এই হামলায় তারা আলেপ্পোর পাশাপাশি অন্যান্য এলাকারও নিয়ন্ত্রণ নিয়েছে। হায়াত তাহরির আল-শাম বিদ্রোহী গোষ্ঠীটি একসময় আল-নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল। আলেপ্পোতে সম্প্রতি তাদের বড় ধরনের অগ্রগতি হয়েছে। বিদ্রোহী যোদ্ধা আলী জুমা বলেছেন, আমি আলেপ্পোর সন্তান। ২০১৬ সালে আমাদের বাস্তুচ্যুত করা হয়েছিল। আল্লাহর রহমতে আমরা এখন আবার ফিরে এসেছি। এটি বর্ণনাতীত অনুভূতি।
ওয়াশিংটনে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) জানিয়েছে, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং আঞ্চলিক রাজধানীগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখছে।
এনএসসি মুখপাত্র শন সাভেট বলেছেন, সিরিয়া রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে অস্বীকার করে এবং রাশিয়া ও ইরানের ওপর নির্ভর করায় পরিস্থিতি এই পর্যায়ে এসে পৌঁছেছে।
সিরিয়ার সামরিক কমান্ড জানিয়েছে, বিদ্রোহীরা একাধিক দিক থেকে ব্যাপক আক্রমণ চালিয়েছে। এর ফলে সেনাবাহিনী তাদের অবস্থান নতুন করে বিন্যস্ত করতে বাধ্য হয়েছে। আলেপ্পো শহরে বিদ্রোহীদের আক্রমণ প্রতিহত করতে সিরিয়ার বিমান বাহিনী এবং রাশিয়া বিদ্রোহীদের অবস্থানে একাধিক বিমান হামলা চালিয়েছে।
রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় বিদ্রোহীদের অবস্থান, কমান্ড পোস্ট ও অস্ত্রাগার লক্ষ্যবস্তু করা হয়। এতে ৩০০ বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
বিদ্রোহীরা আলেপ্পোর বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে। তাদের নিয়ন্ত্রণে এখন ইদলিব প্রদেশের মারাত আল-নুমান শহরও রয়েছে। সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে সিরিয়া ও রাশিয়ার বিমান হামলায় চারজন বেসামরিক নিহত এবং ছয়জন আহত হয়েছে।
এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তুরস্ক জানিয়েছে, তারা উত্তেজনা এড়াতে বিদ্রোহীদের কিছু কর্মকাণ্ডে বাধা দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct