আপনজন ডেস্ক: ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই) উত্তরপ্রদেশের মুঘল আমলে তৈরি সম্ভল শাহি জামা মসজিদের নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য একটি আদালতে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে। তাতে মুঘল আমলের মসজিদটি একটি সুরক্ষিত ঐতিহ্যবাহী কাঠামো হিসাবে এর নিয়ন্ত্রণ ও পরিচালনার দাবি জানিয়েছে এএসআই। এএসআইয়ের আইনজীবী বিষ্ণু শর্মা আদালতকে জানায়, মসজিদের পরিচালন কমিটি ও স্থানীয়দের বিরোধিতার সম্মুখীন হয়েছেন তারা।
তিনি এএসআইয়ের ২০১৮ সালের ১৯ জানুয়ারির একটি ঘটনার কথাও তুলে ধরেন, যখন যথাযথ অনুমোদন ছাড়াই মসজিদের সিঁড়িতে ইস্পাতের রেলিং স্থাপনের জন্য মসজিদের পরিচালনা কমিটির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।
শর্মা বলেন, ১৯২০ সালে এএসআই-সুরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসাবে স্বীকৃত মসজিদটি এজেন্সির আওতাধীন এবং তাই কাঠামোটিতে জনসাধারণের প্রবেশের অনুমতি দেওয়া উচিত, যদি তারা এএসআইয়ের নিয়ম মেনে চলে।
এএসআই যুক্তি দিয়েছিল যে, কাঠামোগত পরিবর্তন সহ স্মৃতিসৌধের নিয়ন্ত্রণ ও পরিচালনা অবশ্যই তাদের হাতে থাকতে হবে।
এএসআইয়ের আইনজীবী বলেন, পরিচালনা কমিটি কর্তৃক মসজিদের কাঠামোতে অননুমোদিত পরিবর্তন অবৈধ এবং এটি সীমাবদ্ধ করা উচিত। আগামী দিনে আদালত বিষয়টি নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য গত ২৪ নভেম্বর নিম্ন আদালতের নির্দেশে শাহি জামা মসজিদ সার্ভে করার সময় হিংসা ছড়িয়ে পড়ে। যদিও সুপ্রিম কোর্ট সেই সার্ভে বন্ধ রাখার নির্দেশ দেয়।
অন্যদিকে, উত্তরপ্রদেশের বদায়ুঁর জামা মসজিদ নীলকণ্ঠ মহাদেব মন্দিরের উপর নির্মিত বলে দাবি করার পর নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাজস্থানের আজমির দরগাহ এবং সম্ভলের জামা মসজিদকে ঘিরে একই রকম বিরোধের পরে বিষয়টি উত্তপ্ত হয়ে উঠছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct