নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: অবশেষে রাজ্য বিধানসভায় ছয় বিধায়কের শপথগ্রহণ হবে আজ সোমবার। রাজভবন সূত্রে জানা গেছে, বিধানসভায় জয়ী ছয় বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানের ছাড়পত্র মিলেছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফ থেকে। ফলে, এতদিন ধরে তিরি রাজভবনে ছয় বিদাযকের শপথ গ্রহণের ব্যাপারে অনড় থাকলেও অবশেষে বিধানসভায় শপথগ্রহণে সম্মতি দিয়েছেন। শুধু তাই নয়, শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল হাজির থাকবেন বলে জানা যাচ্ছে। ্িুপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফলে, মহিলা কর্মীর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বিবাদের অবান ঘটতে পারে। এক মঞ্চে দেখা যেতে পারে দুজনকেই। অপরদিকে, এদিন প্রথম পর্বে প্রশ্নোত্তর পর্বের পর কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় শাসক দলের পক্ষে প্রস্তাব গৃহীত হবে বিধানসভায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct