সেখ রিয়াজুদ্দিন ও আজিম শেখ, বীরভূম, আপনজন: কলকাতা আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের শাস্তির দাবিতে রাত দখল থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচি বিদ্যমান। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ধর্ষক ও খুনিদের কঠোরতর শাস্তির জন্য অপরাজিতা বিল বিধানসভায় পাশ করান। এরপর সেটা কেন্দ্র সরকারের অনুমোদনের অপেক্ষায় তথা আইনটি পাশ করার দাবিতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি আদায়ে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক ভিত্তিক ৩০শে নভেম্বর ও ১লা ডিসেম্বর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। সেই মোতাবেক শনিবার অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে তথা কেন্দ্র সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত এই দাবিতে রাজ্যের অন্যান্য জায়গার ন্যায় বীরভূম জেলাতে ও প্রতিটি ব্লকে মিছিল সংগঠিত হয়। সেরূপ রামপুরহাট শহরজুড়ে মিছিল পরিক্রমা করে । সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা ডেপুটি স্পিকার ডক্টর আসিস বন্দ্যোপাধ্যায,রামপুরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মহুয়া সাহা, রামপুরহাট ১ নম্বর ব্লক তৃণমূলকংগ্রেসের সভানেত্রী পিংকি নায়ক ও রামপুরহাট শহর মহিলা সভানেত্রী শংকরী ব্যানার্জিসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। খয়রাসোল ব্লক এলাকায় মিছিলের অগ্রভাগে ছিলেন ব্লক মহিলা তৃণমূল নেতৃত্ব কেনিজ রাসেদ, প্রান্তিকা চ্যাটার্জি ও রুনু সিংহ। এছাড়াও ছিলেন খয়রাসোল ব্লক তৃণমূলকংগ্রেসের যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন, ব্লক কোর কমিটির দুই সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন কুমার দে, ব্লক তৃণমূলনেতৃত্ব সেখ জয়নাল, রজত মুখার্জি, উৎপল ব্যানার্জি প্রমুখ নেতৃবৃন্দ। অনুরূপ রাজনগর, দুবরাজপুর, সিউড়ি, মহম্মদবাজার সহ জেলার প্রতিটি ব্লকে মিছিল সংগঠিত হয় বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct