আসিফা লস্কর, মগরাহাট, আপনজন: মগরাহাট দু’নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের কমিটি শনিবার এক প্রতিবাদ মিছিল হয়। মগরাহাট বিডিও অফিস থেকেই মগরাহাট থানা পর্যন্ত পশ্চিমবঙ্গের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্মানীয় মমতা ব্যানার্জি ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাংলার বিধানসভা পাস হওয়ার মহিলা ও শিশু সুরক্ষার সংক্রান্ত পরাজিতা বিলকে আনতে পরিণত করতে কেন্দ্রীয় সরকারের অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা দাবীতে আজ মগরাহাট ২ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির একটি পথসভা হয় হাজার ও হাজার মহিলা ঢল এদিনে দেখা যায় ওই পথসভায় উপস্থিত ছিলেন বিধায়িকা নমিতা সাহা ও ব্লক সভাপতি সেলিম লস্কর সমিতির সভাপতি রুনা ইয়াসমিন সহ একাধিক নেতৃবৃন্দরা ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct