মোহাম্মদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিলটিকে আইনে কার্যকর করতে কেন্দ্রীয় সরকারের অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে মিছিল করলো নলহাটি ২ নং ব্লক মহিলা তৃণমূল। শনিবার বিকেলে লোহাপুর বাজার এফসিআই গোডাউন থেকে লোহাপুর এস বি আই ব্যাঙ্ক পর্যন্ত এলাকার মহিলাদের জনোজওয়ার আছড়ে পড়ে। তবে কেন এই অপরাজিতা বিল। আর জি কর কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য বিধান সভায় অপরাজিতা বিলটি পাশ করান। চাপে পড়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই বিলটিকে পাঠিয়ে দিয়েছেন দিল্লিতে। কিন্তু ওই বিলটি এখনো আইনে কার্যকর করার কোন উদ্যোগী নেননি কেন্দ্রীয় সরকার। সেই প্রশ্ন তুলে শনিবার রাজ্য জুড়ে মহিলারা তার প্রতিবাদ করেন। একই দাবিতে আগামীকাল রবিবার লোহাপুর কাঁটাগড়িয়া মোড়ে ধরনা কর্মসূচি করবে ব্লক তৃণমূল । এদিনের মিছিলে নেতৃত্ব দেন নলহাটি ২ নং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রানী দত্ত। সঙ্গে সহযোগিতায় উপস্থিত ছিলেন নলহাটি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct