আপনজন ডেস্ক: গত ২৪ নভেম্বর খবরটি জানিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ ও লেস্টারসিটি নিউজ। চেলসির কাছে আগের দিন লেস্টারের ২–১ গোলে হারের পর মাত্র পাঁচ মাসেই কোচের পদ থেকে ছাঁটাই হন স্টিভ কুপার। এরপর টেলিগ্রাফ এবং লেস্টার সিটিকেন্দ্রীক সংবাদমাধ্যম লেস্টারসিটি নিউজ জানিয়েছিল, কুপার তাঁর মেয়াদে ক্লাবের বিভিন্ন খেলোয়াড়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন। তাঁদের মধ্যে আছেন ইয়ানিক ভেস্তারগার্দ, হ্যারি উইঙ্কস ও হামজা চৌধুরী। শুধু তাই নয়, ডেনিশ ডিফেন্ডার ভেস্তারগার্ডকে কারণ ছাড়া অনুশীলনেরও বাইরে রেখেছিলেন কুপার। এই ওয়েলশ কোচ ছাঁটাই হওয়ার কয়েক ঘণ্টা আগে লেস্টাররা ফুটবলাররা কোপেনহেগেনে পূর্ব–পরিকল্পিত পার্টিতে যোগ দেন। ডেনিশ মিডিয়া আউটলেট ‘এক্সত্রাব্লাদেত’–এর প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, লেস্টারের খেলোয়াড়েরা সে পার্টিতে ক্লাবের সাবেক কোচ এনজো মারেসকার উদ্দেশে একটি বার্তা দেখাচ্ছেন, ‘এনজো, আই মিস ইউ।’ অর্থাৎ কুপার ছাঁটাই হওয়ার আগেই তাঁর বিরুদ্ধে ‘এককাট্টা’ ছিলেন হামজারা। তবে ক্লাব কিন্তু মারেসকাকে ফেরায়নি। কুপারের জায়গায় কোচ পদে নেদারল্যান্ডসের সাবেক স্ট্রাইকার রুড ফন নিস্টলরয়কে বসিয়েছে লেস্টার। প্রশ্ন হলো, তাঁর অধীনে লেস্টারে কতটা সুযোগ পাবেন হামজা? নিস্টলরয়ের বিষয়টি আগে জানানো যাক। ম্যানচেস্টার ইউনাইটেডে এরিক টেন হাগের সহকারী হিসেবে যাত্রা শুরু করেছিলেন নিস্টলরয়। টেন হাগ ছাঁটাই হওয়ার পর অন্তবর্তী কোচের দায়িত্বও নেন ক্লাবটির সাবেক এ খেলোয়াড়। ইউনাইটেডে থেকে যাওয়ার ইচ্ছাও ছিল নিস্টলরয়ের। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি রুবেন আমোরিমকে কোচ পদে নিয়োগ দেওয়ায় ইউনাইটেড ছাড়েন নিস্টলরয়। ডাচ ক্লাব পিএসভির কোচের দায়িত্ব পালন করা নিস্টলরয় তার পর থেকেই বেকার বসে ছিলেন। কুপারকে ছাঁটাই করে লেস্টার তাঁকে নিয়ে আসতেও পারে—এমন গুঞ্জন ব্রিটিশ সংবাদমাধ্যমে ভাসলেও তাতে তেমন জোর ছিল না। কিন্তু সেই গুঞ্জনই সত্যি হলো গতকাল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct