আপনজন ডেস্ক: ২০১৩ সালে নিজের মোবাইল ফোন ছিনতাই হওয়া নিয়ে তথ্য গোপন করে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী লুইস হাই। শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
বিবিসি জানিয়েছে, লুইস হাইয়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তার ছিনতাই হওয়া মোবাইল সম্পর্কে তিনি পুলিশের কাছে ভুল তথ্য দিয়েছিলেন। ২০১৩ সালে তার মোবাইলটি ছিনতাই হওয়ার পর পুলিশকে তিনি জানান, তার ফোনটি চুরি হয়ে গেছে। এক বছর পর ফেনটি ফেরত পেলেও বিষয়টি পুলিশের কাছে গোপন করেন লুইন হাই। পরে এ বিষয়ে আদালতেও হাজির হতে হয়েছিল তাকে।
তবে নিজের ভুল স্বীকার করে এমন পরিস্থিতিতে পদে বহাল থাকা সরকারি কাজে বিচ্যুতি ঘটাতে পারে বলে মনে করেন মন্ত্রিত্ব ছাড়লেন ব্রিটিশ এ মন্ত্রী।
চলতি বছরের জুলাই মাসে সাধারণ নির্বাচনে জয় পেয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় আসে লুইস হাইয়ের দল লেবার পার্টি। ক্ষমতাগ্রহণের পর এবারই প্রথম প্রধানমন্ত্রীর দফতরে কোনো পদত্যাগ পত্র জমা পড়লো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct