আপনজন ডেস্ক: সিরিয়ার দ্বিতীয় বৃহৎ শহর আলেপ্পোতে প্রবেশ করেছে সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহীরা। তাদের প্রবেশের খবর পেয়ে আলেপ্পো বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।শুক্রবার রাতে সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, বিদ্রোহীরা শহরের অর্ধেকের বেশি অংশ দখল করেছে।মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ২০১৬ সালে সিরিয়ান সেনাবাহিনী বিদ্রোহীদের আলেপ্পো থেকে সরিয়ে দেয়, কিন্তু ৮ বছর পর আবার তারা সেখানে পৌঁছেছে।শুক্রবার সকালে আলেপ্পো বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে কামান হামলায় চারজন নিহত হয়, তবে বিদ্রোহীরা এটি মিথ্যা দাবি করেছে।গত বুধবার থেকে বিদ্রোহীরা সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে। তারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct