আপনজন ডেস্ক: গাজায় ইসরাইলি গণহত্যাকে হোলোকাস্টের সাথে তুলনা করেছে অক্সফোর্ড ইউনিয়ন। শুক্রবার (২৯ নভেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়ে।প্রতিবেদনে বলা হয়েছে, অক্সফোর্ড ইউনিয়ন গাজায় গণহত্যার জন্য ইসরাইলকে দায়ী করেছে। তারা ইসরাইলকে বর্ণবাদী রাষ্ট্র হিসেবেও আখ্যা দেয়। এ সময় সোসাইটি প্রেসিডেন্ট গাজা যুদ্ধে ইসরাইলি ভূমিকার নিন্দা জানান। তিনি এটিকে হোলোকাস্টের সাথেও তুলনা করেন। একইসাথে ডিবেটিং চেম্বার থেকে ইসরাইলপন্থী এক স্পিকারকেও বহিষ্কার করা হয়।অক্সফোর্ডের এক্সক্লুসিভ ডিবেটিং সোসাইটি ১৮২৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর পক্ষ থেকে গত বৃহস্পতিবার একটি ডিবেটের আয়োজন করা হয়। ডিবেটের শিরোনাম ছিল, ‘গাজায় ঘটে যাওয়া গণহত্যার জন্য বর্ণবাদী রাষ্ট্র ইসরাইলকে দায়ী মনে করে অক্সফোড’। এ নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ওই সিদ্ধান্ত জানায় ইউনিয়ন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct