ইমরান হাশমির আসন্ন ছবি \'আজহার\'-এর পরিচালকের বিরুদ্ধে মামলা করতে চলেছেন বলিউড অভিনেত্রী সঙ্গিতা বিজলানী। ছবিটির গল্পে তুলে আনা হয়েছে সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক মুহাম্মদ আজহারউদ্দিনের জীবনকে। আজহারউদ্দিনের জীবনের একাংশ জুড়ে ছিলেন সঙ্গিতা। স্বাভাবিকভাবেই ছবিটিতে উঠে এসেছে সঙ্গিতার জীবনের একাংশও। কিন্তু এ নিয়ে অস্বস্তিতে আছেন নায়িকা। মামলা করবেন সে কারণেই।
\'আজহার\' মুক্তির দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই উদ্বেগ বাড়ছে সংগীতার। উদ্বেগের কারণ, ছবিটিতে তার জীবনের একাংশকে ভুলভাবে তুলে আনা হয়েছে। আর সে জন্য ছবিটির মুক্তি মুলতবি করতে মামলা দায়েরের চিন্তাভাবনা করছেন সংগীতা।
বলিউড লাইফের এক খবরে প্রকাশ, উদ্বেগ ও সিদ্ধান্তের ব্যাপারে জানাতে প্রায় পাঁচ বছর পর সম্প্রতি আজহারউদ্দিনকে ফোনও করেছেন সংগীতা। তবে আজহারউদ্দিনকে নিজের আশংকার কথা জানিয়ে থেমে থাকেননি সংগীতা, একই সাথে ছবি দেখার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।
আজহারউদ্দিন ও সঙ্গিতার বিচ্ছেদের প্রায় ৮ বছর হয়ে গেছে।
উল্লেখ্য, \'আজহার\'-এ ইমরান হাশমি ছাড়াও আছেন নারগিস ফাখরি ও প্রাচি দেশাই। ছবিটি ১৩ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।
আরও পড়ুন: