সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: বসবাসের প্রাসাদোপম বাড়ি তবু নাম ছিল আবাস তালিকায়, সমীক্ষা শুরু হতেই বাড়ি ফেরানোর আর্জি তৃণমূল নেতার, বিজেপির কটাক্ষ জনরোষের ভয়েই এমন কান্ড । একভাই তৃণমূলের অঞ্চল সহ- সভাপতি, অপর ভাই দলেরই অঞ্চলের কোর কমিটির সদস্য। দুই ভাইয়েরই একত্রে বসবাসের জন্য রয়েছে প্রাসাদোপম দোতলা বাড়ি। কিন্তু তারপরেও আবাস তালিকায় নাম ছিল দু’জনেরই। সমীক্ষা শুরু হতেই অবশ্য দুই ভাই স্বতঃপ্রণোদিত ভাবে আবাসের বাড়ি না নেওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয় বিডিও অফিসে। বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বালসী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পানপুকুর মাঝি পাড়ার এমন ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল এই ঘটনাকে সততা বলে প্রশংসা করলেও বিজেপির কটাক্ষ জনরোষে পড়ার ভয়েই এমন কান্ড। আবাস প্রকল্পের তালিকা নিয়ে এই প্রথম নয়, বহু ক্ষেত্রে দেখা গেছে পাকা বাড়ি থাকা সত্বেও শুধুমাত্র শাসক দলের নেতা বা ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নাম উঠেছে আবাস তালিকায়। বহু ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনাও। শুধুমাত্র শাসক দলের ঘনিষ্ঠ না হওয়ায় বসবাসযোগ্য বাড়ি না থাকলেও তালিকায় ঠাঁই হয়নি হতদরিদ্র পরিবারের। এবার বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বালসী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও দেখা গেল সেই একই ছবি। জানা গেছে পাত্রসায়ের বালসী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পানপুকুর মাঝি পাড়া গ্রামে নিজেদের পাকা দোতলা বাড়ি রয়েছে তৃণমূলের স্থানীয় অঞ্চল সহ সভাপতি আনন্দ মাঝি ও তৃণমূলের অঞ্চল কোর কমিটির সদস্য নিমাই মাঝির। সম্প্রতি জেলা জুড়ে আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হলে দেখা যায় নিজেদের পাকা দোতলা বাড়ি থাকা সত্বেও আবাসের উপভোক্তা তালিকায় দুই ভাইয়েরই নাম রয়েছে। বিষয়টি জানার পরেই সমীক্ষক দলকে ওই প্রকল্পের উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথা বলেন ওই দুই ভাই। ওই প্রকল্পের উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য পাত্রসায়ের বিডিও অফিসে লিখিতভাবে আবেদনও জানান দুই ভাই। তাঁদের দাবী বছর পাঁচেক আগে যখন আবাসের সমীক্ষা হয়েছিল তখন তাঁদের পাকা বাড়ি ছিল না। পরবর্তীতে তাঁরা পাকা বাড়িটি তৈরী করেছেন। এখন নিজেদের পাকা বাড়ি থাকায় আবাস প্রকল্পের বাড়ি তাঁরা ফিরিয়ে দিচ্ছেন।
তৃণমূল নেতৃত্বের দাবী অপর একটি দরিদ্র পরিবার যাতে ওই বাড়ি পেতে পারে সেই উদ্যেশ্যেই ওই দুই তৃণমূল নেতা বাড়ি ফিরিয়ে দিয়েছেন। এই ঘটনা সততার নজির হয়ে থাকবে। বিষয়টি জনরোষে পড়ার ভয়েই আবাস বাড়ি ফেরানোর আবেদন জানাতে বাধ্য হচ্ছেন তৃণমূলের ওই দুই ভাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct