আপনজন ডেস্ক: শুক্রবার সুপ্রিম কোর্ট তার আদেশে উত্তরপ্রদেশের নিম্ন আদালতকে সম্ভল জামা মসজিদ মামলা ত্বরান্বিত না করার নির্দেশ দিয়েছে, যতক্ষণ না সমীক্ষার আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে মসজিদ কমিটির আবেদনটি হাইকোর্টে তালিকাভুক্ত হয়। একই সঙ্গে কর্তৃপক্ষকে “শান্তি ও সম্প্রীতি বজায় রাখার” নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি (ভারতের প্রধান বিচারপতি) সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন দুই বিচারপতির বেঞ্চ বলেছে, আমরা অ্যাডভোকেট কমিশনারের রিপোর্ট সিল করা খামে রাখার নির্দেশ দিচ্ছি এবং এর মধ্যে খোলা যাবে না। যে কোনও মূল্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হবে। বেঞ্চ আরও জানিয়েছে, নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে মসজিদটি হিন্দু পক্ষের মন্দির বলে দাবি করার মামলা তারা শুনবে না, যতক্ষণ না শাহী ঈদগাহ কমিটি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে।
সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, আমরা মনে করি যে আবেদনকারী সম্ভলের শাহি জামা মসজিদ কমিটি অফ ম্যানেজমেন্টকে ১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধি এবং ভারতের সংবিধানের বিধান সহ আইন অনুসারে একটি উপযুক্ত আদালত / ফোরামের সামনে ১৯ নভেম্বর, ২০২৪ এর আদেশকে চ্যালেঞ্জ জানাক। এর মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হবে। উত্তরপ্রদেশের সম্ভলের জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) কে এম নটরাজ আদালতকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন।
প্রধান বিচারপতি বলেছেন, শীর্ষ আদালত তার আদেশে এটাও স্পষ্ট করে দিয়েছে, নিম্ন আদালত মসজিদের সমীক্ষার নির্দেশ দিয়েছিল, কিন্তু আর কোনও পদক্ষেপ করা হবে না। যতক্ষণ না তারা হাইকোর্টে যাচ্ছে ততক্ষণ আমরা কিছু ঘটাতে চাই না। নিম্ন আদালত তার আদেশ কার্যকর করবে না।
বৃহস্পতিবার, কমিটি অফ ম্যানেজমেন্ট শাহি জামা মসজিদ, সম্ভল (সিএমএসজেএমএস) দ্বারা সিভিল জজের ১৯ নভেম্বরের আদেশের উপর স্থগিতাদেশ দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল, এই ভিত্তিতে যে জেলা আদালতে একটি মামলা দাবি করার পরে “তাড়াহুড়ো” করে সমীক্ষার আদেশ দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে সিএমএসজেএমএস-এর দায়ের করা আবেদনে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয়, যার উত্তরে শীর্ষ আদালত আজ শুক্রবার তা শুনতে রাজি হন।
গত ১৯ নভেম্বর সম্ভলের সিভিল জজ (সিনিয়র ডিভিশন) আদিত্য সিং একজন অ্যাডভোকেট কমিশনারকে সম্ভলের শাহি জামা মসজিদ সমীক্ষা করার নির্দেশ দেন। এই প্রক্রিয়ায় বিচারক রমেশ রাঘবকে অ্যাডভোকেট কমিশনার হিসাবে নিয়োগ করেছিলেন যাতে ২৯ নভেম্বরের মধ্যে সমীক্ষা করে রিপোর্ট জমা দেওয়া যায়।
আইনজীবী হরিশঙ্কর জৈন এবং আরও সাতজনের আবেদনের ভিত্তিতে বিচারক এই নির্দেশ জারি করেন, যারা দাবি করেছিলেন যে মুঘল আমলে একটি ভেঙে ফেলা মন্দিরের উপর মসজিদটি নির্মিত হয়েছিল। সিএমএসএমএস-এর আবেদনে বলা হয়েছে, একদিনের মধ্যে সমীক্ষার অনুমতি দেওয়া হয়েছিল এবং তার পরে মাত্র ৬ ঘণ্টার নোটিশ দিয়ে আরও একটি সমীক্ষা চালানো হয়েছিল। এসব কর্মকাণ্ড ব্যাপক সাম্প্রদায়িক উত্তেজনার জন্ম দিয়েছে এবং দেশের ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক কাঠামোকে হুমকির মুখে ফেলেছে। আবেদনকারী কমিটি সুপ্রিম কোর্টকে নির্দেশ জারি করতে এবং অবিলম্বে সমীক্ষা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
সিএমএসজেএমএস-এর আবেদনে বলা হয়, বিবাদীদের (সিএমএসজেএমএস ও অন্যান্য) বক্তব্য না শুনে এবং সমীক্ষার আদেশের বিরুদ্ধে বিচারিক প্রতিকার চাইতে সংক্ষুব্ধ ব্যক্তিদের পর্যাপ্ত সময় না দিয়ে উপাসনালয় নিয়ে বিভিন্ন সম্প্রদায়কে সম্পৃক্ত করে এ আদেশ কার্যকর করা হয়েছে। শীর্ষ আদালত তার আদেশে আরও বলেছে, আমরা পর্যবেক্ষণ করছি যে, যদি কোনও রিভিশন পিটিশন / আপিল উপযুক্ত আদালত বা ফোরামে উত্থাপিত হয়, তবে তা দাখিলের তারিখের পরে তিন কার্যদিবসের মধ্যে তালিকাভুক্ত করা হবে।
সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে, যে বিষয়টি ০৮ জানুয়ারি, ২০২৫ তারিখে সিভিল জজ (সিনিয়র ডিভিশন) আদালতে ধার্য করা হয়েছে। আবেদনকারী কর্তৃক দায়েরকৃত রিভিশন পিটিশন/আপিল/বিবিধ দরখাস্ত হাইকোর্ট/উপযুক্ত আদালত/ফোরামে তালিকাভুক্ত না হওয়া পর্যন্ত দেওয়ানি জজ এ বিষয়ে অগ্রসর হবেন না। অ্যাডভোকেট কমিশনার যে রিপোর্ট জমা দিয়েছেন, তা সিল করা খামে রাখা হবে, খোলা হবে না। শীর্ষ আদালত বিষয়টি ২০২৫ সালের ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহে পরবর্তী শুনানির জন্য ধার্য করেছে।
অন্যদিকে, শুক্রবার কংগ্রেসের তরফে জানানো হয়েছে একটা প্রতিনিধি দল যাবে তাদের তরফ থেকে।সেই সঙ্গে সমাজবাদী পার্টির ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার উত্তরপ্রদেশের সম্ভলে শাহি জামা মসজিদ চত্বরে সমীক্ষার পর যে হিংসা ছড়িয়েছে তার তথ্য সংগ্রহ করতে যাবে। সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি শ্যামলাল পাল জানিয়েছেন, দলের প্রধান অখিলেশ যাদবের নির্দেশে শনিবার সম্ভলে যাবেন দলের একটি প্রতিনিধি দল। সেখানে সংঘটিত সহিংসতার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পর দলীয় প্রধানের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি। কংগ্রেসের রাজ্য সভাপতি অজয় রাই জানিয়েছেন, ২ ডিসেম্বর সেখানে যাবে কংগ্রেসের একটি প্রতিনিধি দল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct